WBPSC Food SI Practice Set 02 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৭ জানুয়ারি ২০২৪

WBPSC Food SI Practice Set 02 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২

 

জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI

WBPSC Food SI Practice Set 02

নমস্কার বন্ধুরা ,

                       WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄

১) ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বস্যতা স্বীকার করেন? 

[A] ধনানন্দ

[B] পুরু

[C] চন্দ্রগুপ্ত 

[D] অম্বি

Answer – অম্বি

২) জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

[A] এিরত্ন 

[B] ত্রিপিটক

[C] প্রিয়দর্শিকা

[D] দ্বাদশ অঙ্গ

Answer -দ্বাদশ অঙ্গ

৩) কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল?

[A] হলদিঘাটের যুদ্ধ

[B] প্রথম পানিপথের যুদ্ধ

[C] তালিকোটার যুদ্ধ

[D] দ্বিতীয় পানিপথের যুদ্ধ

Answer – প্রথম পানিপথের যুদ্ধ 

৪) কোন সুলতানের রাজত্বকালে ভারতে মোঙ্গল আক্রমণের সূত্রপাত হয়?

[A] ইলতুৎমিস

[B] মোহাম্মদ বিন তুঘলক

[C] আলাউদ্দিন খলজী

[D] কুতুবউদ্দিন

Answer – ইলতুৎমিস

৫) সাঁচি স্তুপ কে নির্মাণ করেন?

[A] অশোক

[B] চন্দ্রগুপ্ত মৌর্য

[C] হর্ষবর্ধন

[D] অজাতশত্রু

Answer – অশোক

৬) কোন সুলতান ‘ইকতা’ প্রথার বিলোপ করেন?

[A] আলাউদ্দিন খলজি

[B] সমুদ্রগুপ্ত মৌর্য

[C] গিয়াসউদ্দিন বলবন

[D] অজাতশত্রু

Answer – আলাউদ্দিন খলজি

৭) কার উপাধি ছিল কুনিক?

[A] হর্ষবর্ধন

[B] কনিষ্ক

[C] বিম্ববিসার

[D] অজাতশত্রু

Answer – অজাতশত্রু

৮) ২৬০ খ্রিস্টপূর্ব ভারতের ইতিহাসে কোন ঘটনার জন্য বিখ্যাত?

[A] অশোকের সিংহাসনের আরহন

[B] আলেকজান্ডারের ভারত আক্রমণ

[C] শতাব্দের সূচনা

[D] কলিঙ্গ যুদ্ধ 

Answer – কলিঙ্গ যুদ্ধ

৯) দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে মুঘল সেনাবাহিনীর নেতৃত্বে দিয়েছিলেন?

[A] মানসিংহ

[B] বৈরাম খাঁ

[C] শায়েস্তা খাঁ

[D] হিমু

Answer – বৈরাম খাঁ

১০) দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলংকৃত করেন?

[A] লক্ষণ সেন

[B] মিহির ভোজ

[C] শশাঙ্ক

[D] মহীপাল

Answer – লক্ষণ সেন

১১) কোন ঘটনার জন্য ১৭০৭ খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে বিখ্যাত?

[A] মোগল সম্রাটের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ

[B] কলকাতা নাগরিক পওন

[C] শিবাজীর মৃত্যু

[D] ঔরঙ্গজেবের মৃত্যু

Answer – ঔরঙ্গজেবের মৃত্যু 

১২) কে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন?

[A] কনিষ্ক

[B] অশোক

[C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[D] প্রথম চন্দ্রগুপ্ত

Answer – দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৩) হিন্দি মুসলমান সকলেই যে ভারত সম্রাট কে দিল্লিসর বা জগদীসরো বলে অভিহিত করতেন তিনি হলেন?

[A] আকবর

[B] শাহজাহান

[C] শেরশাহ

[D] জাহাঙ্গীর

Answer – আকবর

১৪) নিচের কোন বাদ্যযন্ত্রটির আবিষ্কারের সাথে আমির খসরুর নাম জড়িত?

[A] তবলা

[B] সানাই

[C] সরোদ

[D] সেতার

Answer – সেতার

১৫) গান্ধার ভাস্কযের মধ্যে কাদের প্রভাব লক্ষ্য করা যায়?

[A] ফরাসি

[B] গ্রিক

[C] ব্রিটিশ

[D] পার্শিয়ান

Answer – গ্রিক




এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...