জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
![]() |
| WBPSC Food SI Practice Set 05 |
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) AIFF women’s Footballerof the Year award for 2022 -23 জিতলেন
কোন রাজ্যের Lallianzuala Chhangte?
[A] শ্রেয়া হুদা
[B] বালা দেবী
[C] ঋতু রানী
[D] মনীষা কল্যাণ
Answer – মনীষা কল্যাণ
২) কোথায় Sai Hire Global Convention Centre এর উদ্বোধন
করলেন নরেন্দ্র মোদি?
[A] উড়িষ্যা
[B] গুজরাট
[C] অন্ধপ্রদেশ
[D] কেরালা
Answer – অন্ধপ্রদেশ
৩) National Cybersecurity Coordinator পদে নিযুক্ত
হলেন কে?
[A] এম ইউ
নায়ার
[B] সোমনাথ রাজন
[C] কনিষ্ক কাটারিয়া
[D] দিলরাজ সিং
Answer – এম ইউ নায়ার
৪) অন্ধকারময় বিশ্বকে অন্বেষণ করতে ইউরোপিয়ান স্পেস এজেন্সির Euclid টেলিস্কোপ লঞ্চ করলো কে?
[A] ISRO
[B] SpaceX
[C] Blue Origin
[D] NASA
Answer – SpaceX
৫) নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টের ব্যাখ্যা-
[A] প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন
কিন্তু
পার্লামেন্ট ভেঙ্গে
দেওয়া
হয়নি
[B] যে পার্লামেন্টে কোন
রাজ্যনৈতিক দলের
সংখ্যাগরিষ্ঠতা নেই
[C] অকেজো পার্লামেন্ট
[D] পার্লামেন্টের কাজের
জন্য
প্রয়োজনীয় কোরাম
(Quorum)- এর
অভাব
Answer – যে পার্লামেন্টে
কোন রাজ্যনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা নেই
৬) নিম্নলিখিত কোন বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্গত
[A] অরণ্য
[B] শিক্ষা
[C] পুলিশ প্রশাসন
[D] কৃষি
Answer – শিক্ষা
৭) লোকসভায় একটি রাজ্য নৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয়?
[A] ১০
[B] ৫
[C] ৩৩
[D] ১৫
Answer – ১০
৮) ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেস করা হয়?
[A] ১১২
[B] ৭৩
[C] ৩৭০
[D] ৩৬০
Answer – ১১২
৯) রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থা এর ঘোষণা কে কতদিনের মধ্যে সংসদের উভয় কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয়?
[A] ২ মাস
[B] ১ মাস
[C] জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে ২
মাস
এবং
বাকি
দুটির
ক্ষেত্রে ১
মাস
[D] জাতীয় জরুরি
অবস্থার ক্ষেত্রে ১
মাস
এবং
বাকি
দুটির
ক্ষেত্রে ২
মাস
Answer – জাতীয়
জরুরি অবস্থার ক্ষেত্রে ১ মাস এবং বাকি দুটির ক্ষেত্রে ২ মাস
১০) চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
[A] চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] হর্ষবর্ধন
[D] অশোক
Answer – হর্ষবর্ধন
১১) কাদম্বরী কাব্যের রচয়িতা কে?
[A] বানভট্ট
[B] কালিদাস
[C] হরিষেন
[D] বিষাদ দত্ত
Answer – বানভট্ট
১২) ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রীসের প্যারিক্লিনিসের যুগের সঙ্গে তুলনা করেছেন?
[A] সুলতান যুগ
[B] গুপ্ত যুগ
[C] মোগল যুগ
[D] মৌর্য যুগ
Answer – গুপ্ত যুগ
১৩) কাদের রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহার হয়েছিল?
[A] মোগল
[B] গুপ্ত
[C] কুষান
[D] মৌর্য
Answer – কুষান
১৪) আলেকজান্ডারের শিক্ষা গুরু কে ছিলেন?
[A] হামোর
[B] সক্রেটিস
[C] প্লেটো
[D] অ্যারিস্টোটল
Answer – অ্যারিস্টোটল
১৫) দি ইন্ডিকা কে লিখেছ?
[A] পতঞ্জলি
[B] আলেকজান্ডার
[C] মেগাস্থিনিস
[D] ইউয়েন সাঙ
Answer – মেগাস্থিনিস
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.