জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিচের কোন মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে?
[A] সম্পত্তির অধিকার
[B] স্বাধীনতার অধিকার
[C] সাম্যের অধিকার
[D] ধর্মীয় স্বাধীনতার অধিকার
Answer – সম্পত্তির
অধিকার
২) রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
[A] উপরাষ্ট্রপতি
[B] প্রধানমন্ত্রী
[C] লোকসভার স্পিকার
[D] রাষ্ট্রপতি
Answer – উপরাষ্ট্রপতি
৩) প্রথম মহিলা বিচারপতি নিয়োগের গৌরব কোন হাইকোর্টের?
[A] গৌহাটি হাইকোর্ট
[B] হিমাচল প্রদেশ
হাইকোর্ট
[C] দিল্লি হাইকোর্ট
[D] এলাহাবাদ হাইকোর্ট
Answer – হিমাচল
প্রদেশ হাইকোর্ট
৪) সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত করতে সংবিধানের কোন ধারাটি প্রয়োজনীয়?
[A] ১৯ নং
ধারা
[B]২৯ নং
ধারা
[C] ৩২ নং
ধারা
[D] ১৪ নং
ধারা
Answer – ২৯ নং ধারা
৫) রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধানের কোন ধারা অনুসারে?
[A] ৩৫৬ নং
ধারা
[B] ৩৫২ নং
ধারা
[C] ৩৬৪ নং
ধারা
[D] ৩৬০ নং
ধারা
Answer – ৩৬০ নং ধারা
৬) বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করার কথা বলা হয়েছে সংবিধানের কোন অংশে?
[A] প্রস্তাবনা
[B] সপ্তম তপশীল
[C] নির্দেশমূলক নীতি
[D] মৌলিক অধিকার
Answer – নির্দেশমূলক
নীতি
৭) ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি গুলি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে?
[A] অস্ট্রেলিয়া
[B] ইংল্যান্ড
[C] আয়ারল্যান্ড
[D] আমেরিকা
Answer – আয়ারল্যান্ড
৮) ভারতে ভোটার তালিকা তৈরির দায়িত্ব কোন সংস্থার?
[A] সংসদ
[B] নির্বাচন কমিশনের
[C] রিটার্নিং অফিসার
[D] স্থানীয় প্রশাসন
Answer – নির্বাচন
কমিশনার
৯) ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে ?
[A] ধারা ৪০
[B] ধারা ৩২
[C] ধারা ৩৭
[D] ধারা ৫১
Answer – ধারা ৪০
১০) জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে?
[A] জয়ন্তি পটনিক
[B] মমতা শর্মা
[C] রেখা শর্মা
[D] সুষমা স্বরাজ
Answer – রেখা শর্মা
১১) কমপটলার ও অডিটর জেনারেল এর নিযুক্ত করেন কে?
[A] অর্থমন্ত্রী
[B] লোকসভা
[C] রাষ্ট্রপতি
[D] প্রধানমন্ত্রী
Answer – রাষ্ট্রপতি
১২) লোকসভার শূন্য কালের স্থায়িত্ব হল-
[A] ৩০ মিনিট
[B] দুই ঘন্টা
[C] এক ঘন্টা
[D] কোন নির্দিষ্ট সময়
নেই
Answer – কোন নির্দিষ্ট
সময় নেই
১৩) গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
[A] ২৯৮ জন
[B] ৪১১ জন
[C] ৩৮৯ জন
[D] ৪৮৭ জন
Answer – ৩৮৯ জন
১৪) ক্রিপস মিশন কবেক্রিপস মিশন কবে ভারতে আসে ?
[A] ১৯৪৫
[B] ১৯৪২
[C] ১৯৩৯
[D] ১৯৪০
Answer – ১৯৪২
১৫) রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন কেবলমাত্র যার লিখিত সুপারিশের ভিত্তিতে-
[A] প্রধানমন্ত্রীর
[B] লোকসভার অধ্যক্ষের
[C] ভারতের প্রধান
বিচারপতির
[D] কেন্দ্রীয় ক্যাবিনেটের
Answer – কেন্দ্রীয়
ক্যাবিনেটের
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.