জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) খাদ্য নিরাপত্তায় জরুরি অবস্থা ঘোষণা করল কোন দেশ?
[A] নাইজেরিয়া
[B] পেরু
[C] আলজেরিয়া
[D] পানামা
Answer – নাইজেরিয়া
২) কোন দেশের রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা গভর্নর হিসেবে নিযুক্ত হলেন Michele Bullock?
[A] জার্মানি
[B] সুইডেন
[C] যুক্তরাজ্য
[D] অস্ট্রেলিয়া
Answer – অস্ট্রেলিয়া
৩) Wimbledon 2023-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?
[A] Carlos Alcaraz
[B] Novak Djokovic
[C] Rafael Nadal
[D] কেউই নন
Answer – Carlos Alcaraz
তিনি স্পেনের টেনিস খেলোয়াড়
৪) নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করা হয় কবে?
[A] ১৯শে জুলাই
[B] ১৮ই জুলাই
[C] ২১শে জুলাই
[D] ২০শে জুলাই
Answer – ১৮ই জুলাই
এবছরের থিম হল “The Legacy Lives on Through you: Climate,food,and
Solidarity”
৫) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে?
[A] ২৮০
[B] ২৭৫
[C] ৩২৪
[D] ২৮২
Answer – ২৮০
৬) অর্থ কমিশন গঠিত হয় প্রতি __বছর অন্তর?
[A] ৩
[B] ২
[C] ৫
[D] ৪
Answer – ৫
৭) কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা সম্পদে বহাল থাকেন ?
[A] ৬২ বছর
[B] ৫৮ বছর
[C] ৭০ বছর
[D] ৬৫ বছর
Answer – ৬২ বছর
৮) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারে?
[A] ৯ জন
[B] ৭ জন
[C] ৩১ জন
[D] ৩০ জন
Answer – ৩০ জন
৯) রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন-
[A] রাজ্যের মুখ্যমন্ত্রী
[B] রাজ্যের রাজ্যপাল
[C] সুপ্রিম কোর্টের প্রধান
বিচারপতি
[D] ভারতের রাষ্ট্রপতি
Answer – ভারতের
রাষ্ট্রপতি
১০) আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?
[A] অনুপাতিক প্রতিনিধিত্ব
[B] পুরুষদের ভোট
অধিকার
[C] সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটধিকার
[D] পুরুষ মহিলা
ও
শিশুদের ভোটাধিকার
Answer – সর্বজনীন
প্রাপ্তবয়স্কদের ভোটধিকার
১১) সর্বাধিক কত মাসের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে?
[A] ২ মাস
[B] ১ মাস
[C] ৬ মাস
[D] ৩ মাস
Answer – ৬ মাস
১২) ভারতের সংবিধান Resiluary Pomer ন্যস্ত করেছে-
[A] কেন্দ্রীয় আইনসভার ওপর
[B] রাজ্যসভার ওপর
[C] রাজ্য ও
কেন্দ্রীয় আইনসভার ওপর
যুগ্মভাবে
[D] উপরের কোনোটিই নয়
Answer – কেন্দ্রীয়
আইনসভার ওপর
১৩) পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন?
[A] রাজ্যসভা
[B] লোকসভা
[C] বিধান পরিষদ
[D] বিধানসভা
Answer – রাজ্যসভা
১৪) নিম্নলিখিত কোন অধিকারী পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন?
[A] সলিসিটার জেনারেল
[B] উপরাষ্ট্রপতি
[C] সুপ্রিম কোর্টের প্রধান
বিচারপতি
[D] এটর্নি জেনারেল
Answer – এটর্নি
জেনারেল
১৫) নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত ব্যাখ্যা-
[A] প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন
কিন্তু
পার্লামেন্ট ভেঙ্গে
দেওয়া
হয়নি
[B] যে পার্লামেন্টে কোন
রাজনৈতিক দলের
সংখ্যাগোষ্ঠীতা নেই
[C] অকেজো পার্লামেন্ট
[D] পার্লামেন্টের কাজের
জন্য
প্রয়োজনীয় কোমার
(Quorum)
Answer – যে পার্লামেন্টে
কোন রাজনৈতিক দলের সংখ্যাগোষ্ঠীতা নেই
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.