জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন দেশের বিদেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Wang Yi ?
[A] চীন
[B] ভিয়েতনাম
[C] তাইওয়ান
[D] সিঙ্গাপুর
Answer – চীন
২) সম্প্রতি ইনকাম ট্যাক্স পেমেন্ট করার ফিচার আনলক কোন অ্যাপ ?
[A] Paytm
[B] PhonePe
[C] MobiKwik
[D] BharatPe
Answer – phonePe
৩) কোন দেশের সাথে ‘Talisman Sabre’ নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করল অস্ট্রেলিয়া ?
[A] জাপান
[B] দক্ষিণ কোরিয়া
[C] আমেরিকা
[D] রাশিয়া
Answer – আমেরিকা
৪) NOIDA Authority – র CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] আর. গোবিন্দ
[B] বলিরাজ সিং
[C] সৌরভ সরদার
[D] লোকেশ এম.
Answer – লোকেশ এম.
৫) ICC code of conduct লঙ্ঘনের জন্য সাসপেন্ড হলেন কোন ভারতীয় মহিলা ক্রিকেটার ?
[A] শেফালী বর্মা
[B] হারমানপ্রীত কৌর
[C] কেউই নন
[D] স্মৃতি মন্ধনা
Answer – হারমানপ্রীত
কৌর
৬) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ISSF Junior Shooting World Championship 2023- এর মেডেল ট্যালিতে
ভারতের স্থান কত?
[A] ৫
[B] ৩
[C] ১
[D] ২
Answer – ২
[ভারত
মোট
১৭
টি
মেয়েদের জিতেছে
যার
মধ্যে
৬
টি
সোনা
৬
টি
রুপার
এবং
৫
টি
ব্রোঞ্জের]
৭) প্রথম মহিলা হিসেবে রাজ্যসভায় রাষ্ট্রপতিত্ব করলেন কোন রাজ্যের ফাঙনন কোনিয়াক?
[A] নাগাল্যান্ড
[B] মনিপুর
[C] মিজোরাম
[D] সিকিম
Answer – নাগাল্যান্ড
৮) বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় কবে?
[A] ২৭ শে
জুলাই
[B] ২৮ শে
জুলাই
[C] ৩০ শে
জুলাই
[D] ২৯ শে
জুলাই
Answer – ২৮শে জুলাই
এ বছরের থিম হলো “one Life, one Liver,”
৯) কোন রাজ্যের প্রথম রূপান্তরকামী বার্থ সার্টিফিকেট পেলেন নুর শেখাওয়াত?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] গুজরাট
[D] রাজস্থান
Answer – রাজস্থান
১০) miles Franklin literary award 2023 জিতলেন
কে?
[A] শংকরী চন্দ্রণ
[B] চেতন ভগৎ
[C] কৃতিকা পান্ডে
[D] ঝুম্পা লাহিড়ী
Answer – শংকরী চন্দ্রণ
১১) ভারতের ইতিহাসে বিখ্যাত কনৌজের বর্তমান নাম কি?
[A] কানপুর
[B] কাঞ্চিপুরাম
[C] বারানসি
[D] মোগোলসরাই
Answer -কানপুর
১২) মহাবীর কোন ভাষায় ধর্ম প্রচার করতেন?
[A] সংস্কৃত
[B] পালি
[C] হিন্দি
[D] মাগধী
Answer – মাগধী
১৩) কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ?
[A] জৈনধর্ম
[B] বৌদ্ধ ধর্ম
[C] ব্রাহ্ম ধর্ম
[D] হিন্দু ধর্ম
Answer -জৈনধর্ম
১৪) গঞ্জাম লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়?
[A] ধর্মপাল
[B] হর্ষবর্ধন
[C] অশোক
[D] শশাঙ্ক
Answer -শশাঙ্ক
১৫) বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্যের রচিত হয়েছে তার নাম কি?
[A] স্মৃতি সাহিত্য
[B] শ্রুতি সাহিত্য
[C] শাস্ত্রীয়াভ্যাস
[D] বেদরীতি
Answer – স্মৃতি
সাহিত্য
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.