জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সম্প্রতি BRICS Bank জয়েন করার জন্য আবেদন করল কোন দেশ?
[A] ইজিপ্ট
[B] জর্ডান
[C] ভারত
[D] আলজেরিয়া
Answer – আলজেরিয়া
২) কোন দেশে UPI পেমেন্ট সিস্টেম লঞ্চ করার জন্য চুক্তি স্বাক্ষর করলো ভারত?
[A] শ্রীলঙ্কা
[B] বাংলাদেশ
[C] পাকিস্তান
[D] নেপাল
Answer – শ্রীলঙ্কা
৩) 2nd most valuable company-র তকমা পেল কে?
[A] Wipro
[B] TCS
[C] HDFC Bank
[D] Infosys
Answer – HDFC Bank
৪) ভারতে FIFA women’s World Cup 2023- এর টিভি ব্রডকাস্ট
রাইট পেল কে ?
[A] Sony
[B] DD sports
[C] Viacom
[D] jio
Answer – DD sports
৫) কোন দেশের নেভির প্রথম মহিলা হেড হিসেবে নিযুক্ত হলেন লিসা ফ্যান ফ্রানচেট্টি?
[A] রাশিয়া
[B] যুক্তরাজ্য
[C] ফ্রান্স
[D] আমেরিকা
Answer – আমেরিকা
৬) International myeloma foundation- এর নতুন চেয়ারম্যান
পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত ডাক্তার?
[A] আর শ্রীবাস্তব
[B] রোহন শর্মা
[C] এস. ভিনসেন্ট রাজকুমার
[D] করন নারায়ণন
Answer – এস. ভিনসেন্ট
রাজকুমার
৭) হেলিকপ্টার “Hindustan Aeronautics Limited ( HAL)- এর সাথে চুক্তি
করলো কোন দেশ?
[A] ব্রাজিল
[B] আর্জেন্টিনা
[C] মেক্সিকো
[D] সুইডেন
Answer – আর্জেন্টিনা
৮) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর আবেদন কে সম্মান জানালো কোন দেশ?
[A] জাপান
[B] ফিলিপিন্স
[C] স্পেন
[D] ইতালি
Answer – ইতালি
৯) ভারতের ইতিহাসে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দ্বিতীয় দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী হলেন কে?
[A] প্রোমোদ সাওয়ান্ত
[B] নবীন পাটনায়েক
[C] জগন মোহন
রেড্ডি
[D] পেমা খান্দু
Answer – নবীন পাটনায়েক
[তিনি উড়িশর বর্তমান মুখ্যমন্ত্রী]
১০) Hungarian grand prix 2023 জিতলেন
কোন রেসিং কার ড্রাইভার?
[A] Lewis Hamilton
[B] Max Verstappen
[C] Charles Alcaraz
[D] কেউই নন
Answer – Max Verstappen
[তিনি বেলজিয়াম – ডাচ রেসিং কার ড্রাইভার]
১১) দেশীয় চালের দাম ঠিক রাখতে বাসমতি ছাড়া সমস্ত চাঁদ রপ্তানি ব্যান্ড করল কোন দেশ?
[A] ভুটান
[B] নেপাল
[C] ভারত
[D] বাংলাদেশ
Answer – ভারত
১২) সম্প্রতি Minimum Guaranteed Income Bill পাস করল কোন রাজ্যের
বিধানসভা?
[A] পাঞ্জাব
[B] রাজস্থান
[C] উত্তর প্রদেশ
[D] হরিয়ানা
Answer – রাজস্থান
১৩) Bharat dynamics limited-এর চেয়ারম্যান
পদে নিযুক্ত হলেন কে?
[A] অরুণ জালাল
[B] শ্রীকান্ত মাধবণ
[C] অসিত কুমার
[D] এ. মাধব
রাও
Answer – এ. মাধব রাও
১৪) মুখ্যমন্ত্রী ক্ষেত্র সুরক্ষা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য?
[A] উত্তর প্রদেশ
[B] গুজরাট
[C] মধ্যপ্রদেশ
[D] ছত্রিশগড়
Answer – উত্তর প্রদেশ
১৫) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া Lahimu Thimi manne কোন দেশের ক্রিকেটার?
[A] অস্ট্রেলিয়া
[B] সাউথ আফ্রিকা
[C] নিউজিল্যান্ড
[D] শ্রীলঙ্কা
Answer – শ্রীলঙ্কা
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.