জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতের কোন রাজ্যটি সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আয়তায় এসেছে ?
[A] হিমাচল প্রদেশ
[B] পাঞ্জাব
[C] কর্ণাটক
[D] কেরালা
Answer – পাঞ্জাব
২) ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন-
[A] ভারতের রাষ্ট্রপতি দারা
[B] ভারতের সুপ্রিম কোর্টের প্রধান
বিচারপতি ধারা
[C] ভারতের প্রধানমন্ত্রী দ্বারা
[D] ভারতের উপরাষ্ট্রপতি দ্বারা
Answer – ভারতের
উপরাষ্ট্রপতি দ্বারা
৩) বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও আসেন-
[A] তিনজন নির্বাচন কমিশনার
[B] দুইজন নির্বাচন কমিশনার
[C] ছয় জন
নির্বাচন কমিশনার
[D] চারজন নির্বাচন কমিশনার
Answer – দুইজন নির্বাচন
কমিশনার
৪) ভারতের পঞ্চায়েতের কত ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত ?
[A] ১/৩
[B] ১/৬
[C] ১/৫
[D] ১/২
Answer – ১/৩
৫) নিম্নলিখিত কোন রাজ্যে ১৯৪৭ সালের পূর্বে পঞ্চায়েতিরাজের অস্তিত্ব ছিল ?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] উপরোক্ত সবকটিতে
[D] তামিলনাডু
Answer – তামিলনাডু
৬) ব্লক স্তরের পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানকে কি বলা হয় ?
[A] পঞ্চায়েত সমিতি
[B] গ্রাম পঞ্চায়েত
[C] কোনোটিই নয়
[D] জেলা পরিষদ
Answer – পঞ্চায়েত
সমিতি
৭) সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়-
[A] ১৯৫৬ সালে
[B] ১৯৫২ সালে
[C] ১৯৮০ সালে
[D] ১৯৭২ সালে
Answer – ১৯৫২ সালে
৮) পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ?
[A] ২৪৪
[B] ২৪৩
[C] ২৪৬
[D] ২৪৫
Answer – ২৪৩
৯) পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয়-
[A] রাজ্য সরকার
[B] জেলা ম্যাজিস্ট্রেট
[C] ইলেকশন কমিশনার
[D] কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Answer – রাজ্য সরকার
১০) নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় ?
[A] আয়কর
[B] সরকারের অনুদান
[C] জমির উপরে
স্থানীয় কর
[D] গৃহকর
Answer – আয়কর
১১) ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টের অন্তর্ভুক্ত?
[A] পার্ট টু
[B] পার্ট ওয়ান
[C] পাট ফোর
[D] পার্ট থ্রি
Answer – পাট ফোর
১২) সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণাটি রয়েছে ?
[A] মৌলিক অধিকার
[B] প্রস্তাবনা
[C] নির্দেশাত্মক নীতি
[D] মৌলিক কর্তব্য
Answer – নির্দেশাত্মক
নীতি
১৩) রাজ্যের নির্দেশাত্মক নীতিসমূহ –
[A] আদালতে বিচারের যোগ্য
নয়
[B] আদালতে বিচারের সম্মুখীন হওয়ার
যোগ্য
[C] উপরের কোনোটিই নয়
[D] কেবলমাত্র কয়েকটি নীতি
বিচারযোগ্য
Answer – আদালতে
বিচারের যোগ্য নয়
১৪) কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে?
[A] ভারত শাসন
আইন
১৯৩৫
[B] আয়ারল্যান্ডের সংবিধান থেকে
[C] সুইজারল্যান্ড এর
সংবিধান
[D] সোভিয়েত রাশিয়ার সংবিধান
Answer – আয়ারল্যান্ডের
সংবিধান থেকে
১৫) ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হয় ?
[A] পাঁচ বছর
[B] তিন বছর
[C] দশ বছর
[D] সাত বছর
Answer – পাঁচ বছর
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.