জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) Olympic Council of Asia (OCA)-র নতুন প্রেসিডেন্ট
পদে নির্বাচিত হলেন কোন দেশের Talal Fahad AI Ahmad AL Sabah?
[A] কুয়েত
[B] আফগানিস্তান
[C] ইরান
[D] বাহরাইন
Answer – কুয়েত
২) “Vajpayee: The Ascent of the Hindu Right 1924-77” শিরোনামে
বই লিখেছেন কে?
[A] অভিষেক চৌধুরী
[B] সোমেশ্বর রানা
[C] শশী থারুর
[D] মুনির চৌধুরী
Answer – অভিষেক
চৌধুরী
৩) Canada open 2023-এ পুরুষ বিভাগে সিঙ্গল টাইটেল জিতলেন ভারতের কোন ব্যাডমিন্টন তারকা?
[A] শ্রীকান্ত কিদাম্বি
[B] লক্ষ্য সেন
[C] চেতন আনন্দ
[D] বি সাই
প্রণীত
Answer – লক্ষ্য
সেন
৪) 2023 লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন কে?
[A] অমিত শাহ
[B] নরেন্দ্র মোদি
[C] যোগী আদিত্যনাথ
[D] সোনু সুদ
Answer – নরেন্দ্র
মোদি
৫) অবৈধ এবং বিপদজনক ড্রাগের আন্তর্জাতিক শিপমেন্ট বন্ধ করতে ‘Operation Broader Sword’ করলো ভারত ও কোন দেশ?
[A] রাশিয়া
[B] চীন
[C] আমেরিকা
[D] জাপান
Answer – আমেরিকা
৬) কোন দেশের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করবে, তানজানিয়া?
[A] ভারত
[B] বাংলাদেশ
[C] তুর্কি
[D] শ্রীলংকা
Answer – ভারত
৭) রাজ্যের জলাশয় গুলিকে পুনরুজ্জীবিত করতে Ama Pokhari Scheme লঞ্চ করলো কে?
[A] গুজরাট
[B] অন্ধপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] ওড়িশা
Answer – ওড়িশা
৮) French Military Parade-এ প্রধান
অতিথি হচ্ছেন কে?
[A] শেখ হাসিনা
[B] নরেন্দ্র মোদি
[C] মারিও দ্রাঘি
[D] ঋষি সুনক
Answer – নরেন্দ্র
মোদি
৯) ডলারের প্রতি নির্ভরশীলতা কমাতে ভারতের সাথে রুপিতে ব্যবসা করবে কোন দেশ?
[A] শ্রীলংকা
[B] নেপাল
[C] মায়ানমার
[D] বাংলাদেশ
Answer – বাংলাদেশ
১০) ITC Ltd- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
[A] সঞ্জীব পুরী
[B] অভিক সরকার
[C] সপ্তর্ষি পাল
[D] নিরঞ্জন দেসাই
Answer – সঞ্জীব
পুরী
১১) World Archery Youth Championships 2023-এ ভারত মোট কয়টি মেডেল জিতেছে?
[A] ১৫ টি
[B] ১০ টি
[C] ১১ টি
[D] ১৬ টি
Answer – ১১ টি
[যার মধ্যে ৬ সোনার ১ রুপোর এবং ৪ ব্রঞ্চের]
১২) 34th International Biology Olympiad জিতলো কোন দেশ?
[A] ভারত
[B] আমেরিকা
[C] চীন
[D] জাপান
Answer – ভারত
১৩) 2023 জুন মাসে ICC Men’s Player of the month Award জিতলেন
কে?
[A] Wanindu Hasaranga
[B] Virat Kohili
[C] Babar Azam
[D] কেউই নয়
Answer – Wanindu Hasaranga
১৪) 2023 জুন মাসে ICC Women’s player of the month Award জিতলেন
কোন দেশের Ashleigh Gardner?
[A] নিউজিল্যান্ড
[B] থাইল্যান্ড
[C] ইংল্যান্ড
[D] অস্ট্রেলিয়া
Answer – অস্ট্রেলিয়া
১৫) কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন Shavkat Mirziyoyev?
[A] আফগানিস্তান
[B] উজবেকিস্তান
[C] তুর্কি
[D] কিরগিস্তান
Answer – উজবেকিস্তান
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.