জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
![]() |
| WBPSC Food SI Practice Set 32 |
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সম্প্রতি বেনালু উৎসব অনুষ্ঠিত হলো অনুষ্ঠিত হলো কোন রাজ্যে ?
[A] ছত্রিশগড়
[B] কর্ণাটক
[C] তেলেঙ্গানা
[D] মিজোরাম
Answer – তেলেঙ্গানা
২) 19th Asian games – এ ভারতীয় পুরুষ টিমের নেতৃত্ব দেবেন কে?
[A] রোহিত শর্মা
[B] বিরাট কোহেলি
[C] রুতুরাজ গাইকওয়ার
[D] কেউ নন
Answer – রুতুরাজ
গাইকওয়ার
৩) আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কবে?
[A] ২১শে জুলাই
[B] ২০শে জুলাই
[C] ২৩শে জুলাই
[D] ২২শে জুলাই
Answer – ২০শে জুলাই
৪) Henley passport index 2023 – এ প্রথম স্থানে
রয়েছে কোন দেশ?
[A] তাইওয়ান
[B] জাপান
[C] ইতালি
[D] সিঙ্গাপুর
Answer – সিঙ্গাপুর
[2023 এই
ইনডেক্স ভারতের
স্থান ৮০]
[2024 অনুযায়ী Henley passport index এর শীর্ষস্থানে রয়েছে ফ্রান্স এবং ভারতের স্থান ৮৫]
৫) SBI CAPITAL MARKETS LIMITED (SBICAPS) – এর চিফ পদে নিযুক্ত
হলেন কে ?
[A] রজয় কুমার
সিনহা
[B] গজেন্দ্র অরোরা
[C] অতন্দ্র সেন
[D] সুব্রত মৈত্র
Answer – রজয় কুমার সিনহা
৬) কোন দেশের থেকে che valier Award – এ সম্মানিত হলেন ভারতীয় সংগীত শিল্পীঅরুনা সাইরাম ও শশাঙ্ক সুব্রামানিয়াম ?
[A] রাশিয়া
[B] স্পেন
[C] ফ্রান্স
[D] দক্ষিণ কোরিয়া
Answer – ফ্রান্স
৭) Through the broken glass: An Autobiography শিরোনামে
আন্তজীবনী লিখেছেন কে?
[A] গৌরকিশর শর্মা
[B] অশোক লবাসা
[C] মনিন্দ্ পাল
[D] টি.এন.সেশান
Answer – টি.এন.সেশান
৮) ইন্ডিয়ান আর্মিকে গাড়ি সরবরাহ করতে ৮০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল কোন কোম্পানি ?
[A] Ashok Leyland
[B] Mahindra
[C] Tata motors
[D] Bajaj auto
Answer – Ashok Leyland
৯) Hwasong-18 নামে মিসাইল পরীক্ষা করলনামে মিসাইল পরীক্ষা করল কোন দেশ?
[A] ইজরায়েল
[B] উত্তর কোরিয়া
[C] ইরান
[D] আফগানিস্তান
Answer – উত্তর কোরিয়া
১০) Asian games-এ ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে ?
[A] রাহুল দ্রাবিড়
[B] এম এস
ধোনি
[C] ভিভিএস লক্ষণ
[D] কপিল দেব
Answer – ভিভিএস
লক্ষণ
১১) common wealth weightlifting championship 2023- এ ভারত মোট কয়টি মেডেল জিতেছে
?
[A] ১৫ টি
[B] ১৭টি
[C] ৯টি
[D] ২০টি
Answer – ২০টি
[যার
মধ্যে
৯
সোনা
৯
রুপু
এবং
২
ব্রোঞ্জের]
১২) ইন্সুরেন্সের জন্য বিশ্বে প্রথম Generative AI tool লঞ্চ করল কোন কোম্পানি?
[A] SIMPLIFAI
[B] LIC
[C] BAJAJ ALLIANZ
[D] TATA MAX
Answer – SIMPLIFAI
১৩) হিন্দি ভাষা প্রমোশনের জন্য জাতি সংঘে ১ মিলিয়ন ডলার দান করল কে?
[A] পাকিস্তান
[B] ভারত
[C] আফগানিস্তান
[D] নেপাল
Answer – ভারত
১৪) আলিয়া ভাটের নিজস্ব ব্র্যান্ড Ed- a- Mamma কে কিনে নিচ্ছে কোন কোম্পানি ?
[A] meesho
[B] Flipkart
[C] Reliance
[D] nyka
Answer – Reliance
১৫) International eni award জিতলেন
কোন ভারতীয় প্রফেসর?
[A] থালাপ্পিল প্রদীপ
[B] অর্জুন গুহ
[C] অমরজিৎ শ্রীবাস্তব
[D] চন্দন বর্মা
Answer – থালাপ্পিল
প্রদীপ
[তিনি আইআইটি মাদ্রাজের রাসায়নিক বিভাগের অধ্যাপক]
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.