WBPSC Food SI Practice Set 34 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩৪ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

০৩ মার্চ ২০২৪

WBPSC Food SI Practice Set 34 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩৪

 

জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI

WBPSC Food SI Practice Set 34

নমস্কার বন্ধুরা ,

                       WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) কোন কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন আর সেশাসয়ী ?

[A] Benger

[B] Nerolac

[C] Dulux

[D] Asian Paints

Answer – Asian Paints

) তরুণ গবেষকদের বিপাক্ষিক বিনিময়ের জন্য কোন দেশের সাথে MoU স্বাক্ষর করলো ভারত?

[A] জাপান

[B] সুইজারল্যান্ড

[C] দক্ষিণ কোরিয়া

[D] আর্জেন্টিনা

Answer – আর্জেন্টিনা

) কোন রাজ্যের প্রথম মহিলা IPS অফিসার হলেন Tenzing Yangki ?

[A] নাগাল্যান্ড

[B] অরুণাচল প্রদেশ

[C] মনিপুর

[D] সিকিম

Answer – অরুণাচল প্রদেশ

) মধ্যপ্রদেশে “Heli Summit 2023 এর উদ্বোধন করলেন কে ?

[A] অমিত শাহ

[B] নরেন্দ্র মোদি

[C] জ্যোতিরাদিত্য স্কিন্ডিয়া

[D] পীযূষ গোয়েল

Answer – জ্যোতিরাদিত্য স্কিন্ডিয়া

) WTO’s 13th ministerial Comference- এর সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কোন দেশের Thami AI Zeyoudi ?

[A] ইজিপ্ট

[B] সৌদি আরব

[C] ইরান

[D] UAE

Answer – সংযুক্ত আরব আমিরাত (UAE)

) প্রথম ভারতীয় শহর হিসেবে world cities Culture fomum- অংশ নিচ্ছে কে?

[A] কলকাতা

[B] বেঙ্গালুরু

[C] হায়দ্রাবাদ

[D] নিউ দিল্লি

Answer – বেঙ্গালুরু

) ভারতের কততম দাবা গ্রান্ড মাস্টার হলেন আদিত্য সামন্ত?

[A] ৮৬

[B] ৮২

[C] ৮৩

[D] ৮৪

Answer – ৮৩

) আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে?

[A] ৩০ শে জুলাই

[B] ২৯ শে জুলাই

[C] কোনোটিই নয়

[D] ৩১ শে জুলাই

Answer – ২৯ শে জুলাই

) SBI এর রিসার্চ অনুযায়ী কোন আর্থিক বর্ষে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ?

[A] ২০২৭

[B] ২০২৮

[C] ২০৩৩

[D] ২০৩০

Answer – ২০২৮

১০) সম্প্রতি প্রয়াত শিরিশ কানেকার কোন ভাষায় লেখক ছিলেন ?

[A] কন্নড়

[B] তামিল

[C] মারাঠি

[D] তেলেগু

Answer – মারাঠি

[মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮০ বছর ]

১১) UNESCO’s Asia Pacific cultural heritage অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্যের Byculla railway station?

[A] মহারাষ্ট্র

[B] বিহার

[C] কর্ণাটক

[D] গুজরাট

Answer – মহারাষ্ট্র

১২) ডাক্তারদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছর করলো কোন রাজ্য?

[A] মধ্যপ্রদেশ

[B] উত্তর প্রদেশ

[C] উত্তরাখন্ড

[D] গোয়া

Answer – উত্তর প্রদেশ

১৩) Rubaru Mr. India কম্পিটিশন পোস্ট করবে কোন রাজ্য?

[A] মনিপুর

[B] তেলেঙ্গানা

[C] গোয়া

[D] সিকিম

Answer – গোয়া

১৪) Tata Motors কোম্পানির প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে ?

[A] অরুণ লাল

[B] টি. গোপীনাথ

[C] শিবম শর্মা

[D] রাজেশ কান্নন

Answer – রাজেশ কান্নন

১৫) কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ইরশাদ আহমেদ ?

[A] সিরিয়া

[B] ফিলিপিন্স

[C] কিরগিস্তান

[D] ইজরায়েল

Answer – সিরিয়া




এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...