গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি ?
Answer – মারিয়ানা খাত
২) ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer – Brussels, বেলজিয়াম
৩) সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Answer – রাজস্থান
৪) লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Answer – মঙ্গলকে
৫) পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Answer – শুক্র গ্রহকে
৬) সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
Answer – বুধ
৭) সার্ক (SAARC)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer – কাঠমান্ডু
৮) ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয় ?
Answer – হোমি জাহাঙ্গীর ভাবা
৯) কে ১৯০৫ সালের ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ?
Answer – পুলিনবিহারী দাস
১০) প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?
Answer – সিলিয়া
১১) ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা-
Answer – বরাহ মিহির
১২) ‘পরশুরাম’- কার ছদ্মনাম?
Answer – রাজশেখর বসু
১৩) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ?
Answer – দয়ানন্দ সরস্বতী
১৪) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী ?
Answer – মিথাইল আইসোসায়ানেট
১৫) ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল?
Answer – পোখরান
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.