General Knowledge (GK) Practice Set 14 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ১৪ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৭ সেপ্টেম্বর ২০২৪

General Knowledge (GK) Practice Set 14 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ১৪

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 14


নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে ?

[A] ২রা ফেব্রুয়ারি

[B] ১রা ফেব্রুয়ারি

[C] ৩রা ফেব্রুয়ারি

[D] কোনোটিই নয়

Answer – ১রা ফেব্রুয়ারি

) দুর্ঘটনা এবং যানজট কমাতে Sadak Surakhya Force লঞ্চ করল কোন রাজ্য ?

[A] কর্ণাটক

[B] উত্তর প্রদেশ

[C] গুজরাট

[D] পাঞ্জাব

Answer – পাঞ্জাব

) 2023 Corruption Index – ভারতের স্থান কত ?

[A] ৯০

[B] ১০১

[C] ৯৫

[D] ৯৩

Answer – ৯৩

) সম্প্রতি প্রয়াত রাধা চম্পাকালক্ষ্মী কে ছিলেন ?

[A] ঐতিহাসবিদ

[B] গায়িকা

[C] চিকিৎসক

[D] অভিনেত্রী

Answer – ঐতিহাসবিদ

) khelo India winter Games 2024 এর ম্যাসকট হলো কোনটি ?

[A] Sheen-e She

[B] Laya

[C] Zinxi

[D] Shera

Answer – Sheen-e She

) কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার পুনরায় নির্বাচিত হলেন Azali Assoumani ?

[A] ক্যামেরুন

[B] কমোরোস

[C] মরক্কো

[D] আলজেরিয়া

Answer – কমোরোস

) ওড়িশা ফুটবল ক্লাবকে - গোলে পরাজিত করে Kalinga Super Cup জিতলো কে ?

[A] ইস্ট বেঙ্গল

[B] মোহন বাগান

[C] বেঙ্গালুরু

[D] কোনোটিই নয়

Answer – ইস্ট বেঙ্গল

) IMF এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের GDP গ্রোথ কত শতাংশ হবে ?

[A] ৫.৯ %

[B] ৬.২ %

[C] ৬.৭ %

[D] ৭%

Answer – .%

) প্রথমবার মানুষের মস্তিষ্ককে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করল কোন কোম্পানি?

[A] AMD

[B] Microsoft

[C] Apple

[D] Neuralink

Answer – Neuralink 

১০) কোন রাজ্য পুলিশের DSP পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা ?

[A] হরিয়ানা

[B] উত্তর প্রদেশ

[C] উত্তরাখন্ড

[D] মহারাষ্ট্র

Answer – উত্তর প্রদেশ

১১) বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে ?

[A] ৩রা ফেব্রুয়ারি

[B] ২রা ফেব্রুয়ারি

[C] ৫ই ফেব্রুয়ারি

[D] ৪ঠা ফেব্রুয়ারি

Answer – ২রা ফেব্রুয়ারি

১২) ২০২৪ জানুয়ারি মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা ?

[A] ১.৭০

[B] ১.৫৬

[C] ১.৭২

[D] ১.৬৫

Answer – .৭২ লক্ষ কোটি টাকা

১৩) সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা কত ?

[A] ৭১৮

[B] ২১২

[C] ৫৩২

[D] ৭০৮

Answer – ৭১৮ টি

১৪) কোন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছে চম্পই সোরেন ?

[A] ওড়িশা

[B] ঝাড়খন্ড

[C] মনিপুর

[D] ত্রিপুরা

Answer – ঝাড়খন্ড

১৫) Asian Cricket Council- এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে ?

[A] সৌরভ গাঙ্গুলী

[B] জয় শাহ

[C] সুনীল গাভাস্কার

[D] রজার বিনি

Answer – জয় শাহ




এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...