গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করতে ‘Digital Detox’ ইনিশিয়েটিভ লাঞ্চ করল কোন রাজ্য ?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] মহারাষ্ট্র
[D] তেলেঙ্গানা
Answer – কর্ণাটক
২) বহুদিন ধরে বন্ধ থাকা একটি বস্ত্র ফ্যাক্টরি পুনরায় চালানোর জন্য দায়িত্ব নিল কোন দেশের আর্মি ?
[A] ভুটান
[B] ভারত
[C] বাংলাদেশ
[D] নেপাল
Answer – নেপাল
৩) ৯-১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলো কোন দেশের অর্থমন্ত্রী ?
[A] সুইডেন
[B] ভারত
[C] ইরান
[D] জাপান
Answer – ভারত
৪) প্রতিরক্ষা বিভাগের সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত ?
[A] ওমান
[B] আর্জেন্টিনা
[C] সিঙ্গাপুর
[D] থাইল্যান্ড
Answer – ওমান
৫) ২০২৩ সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল কে ?
[A] টোকিও
[B] তেল আবিব
[C] লন্ডন
[D] নিউ দিল্লি
Answer – লন্ডন
৬) Global Brand Guardianship Index 2024- এ শীর্ষস্থানে
রয়েছেন কে ?
[A] Huateng Ma
[B] মুকেশ আম্বানি
[C] মার্ক জাকারবার্গ
[D] এলোন মাস্ক
Answer – Huateng Ma
৭) ভারতের হেলথ সেক্রেটারী পদে নিযুক্ত হলেন কে ?
[A] মনোজ সোনি
[B] অরুণ লাল
[C] সুরেশ চন্দ্র
[D] অপূর্ব চন্দ্র
Answer – অপূর্ব
চন্দ্র
৮) মহাকাশে বেশিদিন থাকার জন্য বিশ্ব রেকর্ড করলেন কোন দেশের মহাকাশচারী Oleg Kononenko ?
[A] আমেরিকা
[B] রাশিয়া
[C] চীন
[D] জাপান
Answer – রাশিয়া
৯) “Dhami Against Drugs Campaign” লঞ্চ করলেন কোন রাজ্য সরকার ?
[A] উত্তরাখন্ড
[B] কেরালা
[C] মহারাষ্ট্র
[D] তামিলনাড়ু
Answer – উত্তরাখন্ড
১০) Lifetime Achievement Award দ্বারা
সম্মানিত হলেন কোন দৌড়বিদ ?
[A] হিমা দাস
[B] পিটি ঊষা
[C] দ্যুতি চাঁদ
[D] গুরবিন্দর সিং
Answer – পিটি ঊষা
১১) ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে ?
[A] সুমান্ত দেশাই
[B] কুশল শর্মা
[C] উপেন্দ্র দ্বিবেদী
[D] গিরিরাজ সিং
Answer – উপেন্দ্র
দ্বিবেদী
১২) কোন দেশের নতুন প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হলেন Ahmed Awad Bin Mubarak ?
[A] জর্ডান
[B] ইরান
[C] ইরাক
[D] ইয়েমেন
Answer – ইয়েমেন
১৩) কোথায় India Energy Week 2024- এর উদ্বোধন
করলেন নরেন্দ্র মোদি ?
[A] উত্তর প্রদেশ
[B] গুজরাট
[C] গোয়া
[D] হরিয়ানা
Answer – গোয়া
১৪) প্রবীণ নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ‘Mukhyamantri Vayoshri Yojana’ লঞ্চ করেছেন
কে ?
[A] ওড়িশা
[B] মহারাষ্ট্র
[C] তেলেঙ্গানা
[D] অন্ধ্রপ্রদেশ
Answer – মহারাষ্ট্র
১৫) সম্প্রতি Jielong-3 নামে রকেট লাঞ্চ করল কোন দেশ ?
[A] জাপান
[B] চীন
[C] রাশিয়া
[D] ইজরায়েল
Answer – চীন
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.