General Knowledge (GK) Practice Set 19 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ১৯ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৪ সেপ্টেম্বর ২০২৪

General Knowledge (GK) Practice Set 19 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ১৯

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 19


নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিজয় বিষ্ণই ?

[A] কলকাতা

[B] গৌহাটি

[C] ঝাড়খন্ড

[D] মাদ্রাজ

Answer – গৌহাটি হাইকোর্ট

) কোথায় প্রথম BIMSTEC Aquatics Championships শুরু করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ?

[A] বেঙ্গালুরু

[B] নিউ দিল্লি

[C] চেন্নাই

[D] মুম্বাই

Answer – নিউ দিল্লি

) সবার জন্য শিক্ষাকে প্রসার ঘটাতে UNESCO- গুড উইল আম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের ফুটবলার Vinicius Junior ?

[A] আর্জেন্টিনা

[B] বেলজিয়াম

[C] ব্রাজিল

[D] স্পেন

Answer – ব্রাজিল

) National High- Speed Rail Corporation (NHSRCL)- এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] অশ্বিনী গুপ্ত

[B] সমীর ঝা

[C] সৃষ্টি সর্দার

[D] বিবেক কুমার গুপ্ত

Answer – বিবেক কুমার গুপ্ত

) কোন দেশের নাগরিকদের জন্য ভিসা- মুক্ত ভ্রমণ নীতি ঘোষণা করলো ইরান সরকার ?

[A] শ্রীলংকা

[B] ভারত

[C] থাইল্যান্ড

[D] বাংলাদেশ

Answer – ভারত

) ভারতে প্রথম Uniform Civil Code বাস্তবায়ন করেছে কোন রাজ্য ?

[A] উত্তরাখণ্ড

[B] কেরালা

[C] উত্তর প্রদেশ

[D] গুজরাট

Answer – উত্তরাখণ্ড

) রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলো কোন সরকার ?

[A] গোয়া

[B] তেলেঙ্গানা

[C] দিল্লি

[D] মহারাষ্ট্র

Answer – দিল্লি

) Logistics Performance Index (LPI) Report 2023- ভারতের স্থান কত ?

[A] ৫০

[B] ৩৮

[C] ৫৭

[D] ৬৯

Answer – ৩৮

) 2024 Tata Steel Chess Tournament জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় Wei Yi ?

[A] জাপান

[B] নরওয়ে

[C] সুইডেন

[D] চীন

Answer – চীন

১০) সুপার ৩০ এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে ‘’ Golden Visa’ প্রদান করল কোন দেশ ?

[A] সৌদি আরব

[B] UAE

[C] ইরান

[D] শ্রীলঙ্কা

Answer – সংযুক্ত আরব অমিরাত (UAE)

১১) Tata Digital- এর নতুন CEO এবং MD পদে নিযুক্ত হলেন কে ?

[A] নবীন তাহিল্যানী

[B] গোবিন্দ হালদার

[C] অনুপ মাঝি

[D] সৌমাল্য কামিলা

Answer – নবীন তাহিল্যানী

১২) “Shree Jagannath, Lord Of The Universe” শিরোনামে কফি টেবিল বুক রিলিজ করলেন কে ?

[A] মমতা ব্যানার্জি

[B] নবীন পটনায়েক

[C] গুরমিত সিং

[D] কেউই নয়

Answer – নবীন পটনায়েক

তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী

১৩) কোন কোম্পানির MD এবং CEO পদে যুক্ত হলেন H. Venkatachalam Iyer ?

[A] LIC

[B] Tata AIA

[C] Bajaj Allianz

[D] কোনোটিই নয়

Answer – Tata AIA

১৪) কোন দেশের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হলেন Olzhas Bektenov ?

[A] আফগানিস্তান

[B] কিরগিস্তান

[C] কাজাখস্তান

[D] পাকিস্তান

Answer – কাজাখস্তান

১৫) ‘Kilkari’ প্রোগ্রাম লঞ্চ করা হল কোথায় ?

[A] মহারাষ্ট্র

[B] গুজরাট

[C] উভয়ই

[D] কোনোটিই নয়

Answer -উভয়ই



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...