গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) তুর্কির মুদ্রা কি নামে পরিচিত ছিল?
[A] সিলিং
[B] পাউন্ড
[C] লিরা
[D] পেসো
Answer – লিরা
২) ভারতে হীরের খনি কোথায় অবস্থিত?
[A] উত্তর প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] বিহার
Answer – মধ্যপ্রদেশ
৩) দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল?
[A] 1915
[B] 1916
[C] 1912
[D] 1913
Answer – 1912
৪) গুপ্তযুগের নিউটন কে?
[A] উপগুপ্ত
[B] আর্যভট্ট
[C] চরক
[D] বরাহমিহির
Answer – আর্যভট্ট
৫) টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?
[A] মাইসোর
[B] শ্রীরঙ্গপত্তনম
[C] হাম্পি
[D] বেলুর
Answer – শ্রীরঙ্গপত্তনম
৬) খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
[A] বাবর ও
হিমু
[B] আকবর ও
রানা
প্রতাপ
[C] আকবর ও
রানা
সংগ্রাম সিং
[D] বাবর ও
রানা
সঙ্গ
Answer – বাবর ও রানা সঙ্গ
৭) ভারতের কোন জায়গায় সবথেকে সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়?
[A] ভরতপুর
[B] মাকরানা
[C] জয়সলমীর
[D] যোধপুর
Answer – মাকরানা
৮) কোষের শক্তিঘর কাকে বলা হয়?
[A] গলগি বডি
[B] রাইবোজোম
[C] মাইটোকনড্রিয়া
[D] লাইসোজোম
Answer – মাইটোকনড্রিয়া
৯) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?
[A] পুরুলিয়া
[B] পূর্ব বর্ধমান
[C] পশ্চিম বর্ধমান
[D] মুর্শিদাবাদ
Answer – পশ্চিম
বর্ধমান
১০) স্পঞ্জ কী?
[A] ছত্রাক
[B] জীবাশ্ম
[C] উদ্ভিদ
[D] জীবদেহ
Answer – জীবদেহ
১১) ভারতের কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করল?
[A] ঝাড়খন্ড
[B] ছত্রিশগড়
[C] পশ্চিমবঙ্গ
[D] কর্ণাটক
Answer – পশ্চিমবঙ্গ
১২) দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
[A] ইলতুৎমিস
[B] সুলতান রাজিয়া
[C] গিয়াস উদ্দিন
তুঘলক
[D] কুতুবউদ্দিন আইবক
Answer – কুতুবউদ্দিন
আইবক
১৩) ভারত মহাসাগরের অবস্থিত ক্ষুদ্রতম দ্বীপময় দেশটি হলো-
[A] মরিশাস
[B] মায়ানমার
[C] ইন্দোনেশিয়া
[D] মালদ্বীপ
Answer – মালদ্বীপ
১৪) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
[A] ডেভিড হেয়ার
ও
রাজা
রামমোহন রায়
[B] স্বামী বিবেকানন্দ
[C] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
Answer – ডেভিড হেয়ার
ও রাজা রামমোহন রায়
১৫) ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
[A] নরম্যান-ই-বোরলগ
[B] এম এস
স্বামীনাথন
[C] গ্যারি বেকার
[D] ড: পি
এম
বর্মা
Answer – এম এস স্বামীনাথন
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.