General Knowledge (GK) Practice Set 30 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৩০ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

০৯ অক্টোবর ২০২৪

General Knowledge (GK) Practice Set 30 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৩০

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 30


নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন

[A] সন্যৎ দেবী

[B] মীরা কুমার

[C] সুমিত্রা মহজন

[D] কেউ নন

Answer- মীরা কুমার

) ক্যাকটাসের পাতা কাটায় রুপান্তরিত হয় কারণ

[A] সালোকসংশ্লেষ বাড়ানোর জন্য

[B] বাষ্পমোচন বৃদ্ধি করার জন্য

[C] শ্বাসকার্য বৃদ্ধি করার জন্য

[D] বাষ্পমোচন রোধ করবার জন্য

Answer- বাষ্পমোচন রোধ করবার জন্য

) নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়?

[A] কক্সিস

[B] নিকটিটৈটিং মেমব্রেন

[C] অ্যাপেন্ডিক্স

[D] গলব্লাডার

Answer- গলব্লাডার

) কোন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর?

[A] ডান্ডি মার্চ

[B] অসহযোগ আন্দোলন

[C] আইন অমান্য আন্দোলন

[D] কোনোটি নয়

Answer- আইন অমান্য আন্দোলন

) ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কাকে ধরা হয়?

[A] আব্দুল লতিফ

[B] বদরুদ্দিন তৈয়েবাজী

[C] সৈয়দ আমির আলি

[D] স্যার সৈয়দ আহমেদ খান

Answer- স্যার সৈয়দ আহমেদ খান

) কাবেরী নদী কোন স্থানের ব্রহ্মাগিরি পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে?

[A] কর্ণাটক

[B] মহারাষ্ট্র

[C] ছত্তিশগড়

[D] মধ্যপ্রদেশ

Answer- কর্ণাটক

) বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের ডাক প্রথম দেন কে?

[A] অরবিন্দ ঘোষ

[B] এস.এন.ব্যানার্জি

[C] মতিলাল ঘোষ

[D] কৃষ্ণ কুমার মিত্র

Answer- কৃষ্ণ কুমার মিত্র

) রক্তের উৎস,প্রকৃতি এবং তার বিভিন্ন রোগ সম্পর্কিত যে আলোচনা তা কি নামে পরিচিত?

[A] ইমোটোলজি

[B] হেমাটোলজি

[C] হেগাটোলজি

[D] হলোগ্রাম

Answer- হেমাটোলজি

) রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে মোট কতজন সদস্য নির্বাচিত করে থাকেন?

[A] 14

[B] 18

[C] 16

[D] 12

Answer- 14

১০) হিন্দু মহাসভার প্রথম অধিবেশন 1915 সালে কোথায় হয়?

[A] বারানসী

[B] এলাহাবাদ

[C] দিল্লি

[D] হরিদ্বার

Answer- হরিদ্বার

১১) শিবালিক পর্বত নিম্নলিখিত কোনটির অংশ?

[A] পশ্চিমঘাট

[B] হিমালয়

[C] সাতপুরা

[D] আরাবল্লী

Answer- হিমালয়

১২) ফরাজি আন্দোলন প্রথম শুরু করেন কে?

[A] ওয়াজির আলী

[B] দুঁদু মিঞ্জা

[C] আগা মহম্মদ রেজা

[D] শমসের গাজী

Answer- দুঁদু মিঞ্জা

১৩) প্যারিস থেকেবন্দেমাতরমপত্রিকা প্রকাশ করেন কে?

[A] শ্যামজি কৃষ্ণবর্মা

[B] মাদাম কামা

[C] লালা হরদয়াল

[D] শচীন্দ্র সন্যাল

Answer- মাদাম কামা

১৪) ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত?

[A] দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান

[B] আন্দামান ও নিকোবর

[C] আমিনাদিভি ও লাক্ষাদ্বীপ পুঞ্জ

[D] ক্ষুদ্র আন্দামান ও নিকোবর

Answer- দক্ষিণ আন্দামান ক্ষুদ্র আন্দামান

১৫) ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে?

[A] 1962

[B] 1965

[C] 1971

[D] 1975

Answer- 1962



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...