General Knowledge (GK) Practice Set 35 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৩৫ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৮ অক্টোবর ২০২৪

General Knowledge (GK) Practice Set 35 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৩৫

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 35



নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?

[A] মুসি

[B] মাহি

[C] তুঙ্গভদ্রা

[D] নর্মদা

Answer – মাহি

) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না ?

[A] মেহগনি

[B] শাল

[C] রবার

[D] রোজউড

Answer – শাল

) নর্মদা তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত ?

[A] আরাবল্লী

[B] সাতপুরা

[C] পূর্বঘাট

[D] বিন্ধ্য

Answer – সাতপুরা

) ভারতে কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত ?

[A] চিলিকা

[B] সম্বর

[C] ভেম্বানাদ

[D] পুলিকট

Answer – সম্বর

) নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ ?

[A] পশ্চিমঘাট

[B] পূর্বঘাট

[C] আরাবল্লী

[D] সাতপুরা

Answer – পশ্চিমঘাট

) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?

[A] বীরভূম

[B] বাঁকুড়া

[C] পশ্চিম মেদিনীপুর

[D] পুরুলিয়া

Answer – পুরুলিয়া

) কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?

[A] গুজরাট

[B] আসাম

[C] মহারাষ্ট্র

[D] উত্তরপ্রদেশ

Answer – গুজরাট

) রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

[A] সিকিম

[B] আসাম

[C] হিমাচল প্রদেশ

[D] উত্তরপ্রদেশ

Answer – হিমাচল প্রদেশ

) ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি ?

[A] দলমা

[B] পরেশ নাথ

[C] শুশুনিয়া

[D] রাজমহল

Answer – পরেশ নাথ

১০) পাত্রাতুজপেলা শিল্পাঞ্চল কোথায় অবস্থিত ?

[A] ছোটনাগপুর শিল্পাঞ্চল

[B] হলদিয়া শিল্পাঞ্চল

[C] দাক্ষিণাত্য শিল্পাঞ্চল

[D] হুগলি শিল্পাঞ্চল

Answer – ছোটনাগপুর শিল্পাঞ্চল

১১) দশম জলপ্রপাত টি কোন রাজ্যে অবস্থিত ?

[A] ঝাড়খন্ড

[B] গোয়া

[C] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

[D] মধ্যপ্রদেশ

Answer – ঝাড়খন্ড

১২) সরদার সরোবর সেচ প্রকল্প অবস্থিত ভারতের কোন রাজ্যে ?

[A] রাজস্থান

[B] গুজরাট

[C] হরিয়ানা

[D] পাঞ্জাব

Answer – গুজরাট

১৩) ফোনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত কোন স্থানে ?

[A] এলাহাবাদ

[B] কোচিন

[C] পোর্ট ব্লেয়ার

[D] জব্বলপুর

Answer – পোর্ট ব্লেয়ার

১৪) দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বত হলো-

[A] মহাকাল

[B] সহ্যাদ্রি

[C] হিমাদ্রি

[D] পরেশনাথ

Answer – সহ্যাদ্রি

১৫) ‘অলিফিন কমপ্লেক্সকিসের জন্য বিখ্যাত ?

[A] দুগ্ধ উৎপাদন শিল্প

[B] সার তৈরীর কারখানা

[C] পেট্রোকেমিক্যালস শিল্প

[D] রাসায়নিক শিল্প

Answer – পেট্রোকেমিক্যালস শিল্প



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...