গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক হয় –
[A] আরশোলা
[B] চিংড়ি
[C] হাইড্রা
[D] কোনোটিই নয়
Answer – হাইড্রা
২) লেটুস তাকে পাওয়া যায় –
[A] ভিটামিন K
[B] ভিটামিন A
[C] ভিটামিন D
[D] ভিটামিন E
Answer – ভিটামিন
E
৩) পাকস্থলীতে পাচিত হয় না –
[A] ফ্যাট জাতীয়
খাদ্য
[B] শর্করা জাতীয়
খাদ্য
[C] কার্বোহাইড্রেট জাতীয়
খাদ্য
[D] কোনোটিই নয়
Answer – শর্করা
জাতীয় খাদ্য
৪)পেপসিন হল –
[A] কার্বোহাইড্রেট ভঙ্গক
উতসেচক
[B] ফ্যাট ভঙ্গ
উৎসেচক
[C] প্রোটিন ভঙ্গ
উৎসেচক
[D] কোনোটিই নয়
Answer – প্রোটিন
ভঙ্গ উৎসেচক
৫) মুখবিবরে পাচিত হয় না, কোন জাতীয় খাদ্য –
[A] প্রোটিন ও
ফ্যাট
জাতীয়
খাদ্য
[B] প্রোটিন
[C] ভিটামিন
[D] কোনোটিই নয়
Answer – প্রোটিন
ও ফ্যাট জাতীয় খাদ্য
৬) পেপসিন পাওয়া যায় –
[A] পাকস্থলীতে
[B] ক্ষুদ্রান্ত্রে
[C] অগ্নাশয়
[D] বৃহদন্ত্র
Answer – পাকস্থলীতে
৭) মূত্র ও ঘামের প্রধান উপাদান হল –
[A] জল
[B] কার্বন
[C] ইউরিয়া
[D] নাইট্রোজেন
Answer – জল
৮) শক্তি সরবরাহ করে না, এমন দুটি খাদ্য উপাদান হল –
[A] প্রোটিন
[B] জল ও
ভিটামিন
[C] কার্বোহাইড্রেট
[D] উৎসেচক
Answer – জল ও ভিটামিন
৯) ফ্যাট পরিপাক হয় –
[A] বৃহদন্ত্রে
[B] কিডনিতে
[C] অগ্নাশয়ে
[D] পাকস্থলী ও
ক্ষুদ্রান্ত্রে
Answer -পাকস্থলী
ও ক্ষুদ্রান্ত্রে
১০) ভিটামিন A এর প্রো ভিটামিন হলো –
[A] বিটা- ক্যারোটিন
[B] থাইমিন
[C] ক্যারোটিন
[D] কোনোটিই নয়
Answer – বিটা- ক্যারোটিন
১১) প্রোটিন জাতীয় খাদ্যের একটি আবশ্যিক মৌল হল –
[A] নাইট্রোজেন
[B] অক্সিজেন
[C] ম্যাগনেসিয়াম
[D] কোনোটিই নয়
Answer – নাইট্রোজেন
১২) শ্বেতসার খাদ্য পরিপাকে পর শোষিত হয় কোন রূপে –
[A] গ্লুকোজ
[B] লবণ
[C] জল
[D] কোনোটিই নয়
Answer – গ্লুকোজ
১৩) ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
[A] অ্যাসকরবিক অ্যাসিড
[B] রেটিনল
[C] টোকোফেরল
[D] থিয়ামিন
Answer – রেটিনল
১৪) ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
[A] ক্যারোটিন
[B] থিয়ামিন
[C] অ্যাসকরবিক অ্যাসিড
[D] ফাইলোকুইনিন
Answer – অ্যাসকরবিক
অ্যাসিড
১৫) ভিটামিন D এর রাসায়নিক নাম কি ?
[A] টোকোফেরল
[B] অ্যাসকরবিক অ্যাসিড
[C] ক্যালসিফেরল
[D] কোনোটিই নয়
Answer – ক্যালসিফেরল
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.