নিউটন
লেখক :- সন্দীপ মোদক
লেখক :- সন্দীপ মোদক
তিনি হলেন নিউটন।
শতবছর পূর্বে তিনি জন্ম নেন ভূ-লয়ে।
তাহার মাথায় কি যে ছিল ,
তাহা কেউ জানে না।
কিন্তু তার বুদ্ধিবলে পদার্থবিদ্যা এত উন্নত ,
তাহার পদধূলিতে পদার্থবিদ্যা এত উন্নত।
আমি তাই ভাবি হঠাৎ ,
যদি তিনি না আসিতেন তাহলে কি হত ?
পদার্থবিদ্যার এই ফাঁকা টুকু কে পূরণ করত ?
তাহার এই পূরণ কি কেউ করতে পারত ?
অন্যতম বিঞ্জানীরা ?
আমার মনে হয় তারা পারত না।
কারন তারা আলাদা পথের পথিক।
বলত দেখি তাহার মাথায় হঠাৎ কি বুদ্ধি এল ?
যার দ্বারা তিনি আবিষ্কর করলেন মহাকর্ষ বল।
আমার মনে হয়, তিনি হয়তো প্রকৃতির সাথে কথা বলতেন।
তাই তিনি আবিষ্কর করেন এই মহাকর্ষ বল।।
তাহার এই পূরণ কি কেউ করতে পারত ?
অন্যতম বিঞ্জানীরা ?
আমার মনে হয় তারা পারত না।
কারন তারা আলাদা পথের পথিক।
বলত দেখি তাহার মাথায় হঠাৎ কি বুদ্ধি এল ?
যার দ্বারা তিনি আবিষ্কর করলেন মহাকর্ষ বল।
আমার মনে হয়, তিনি হয়তো প্রকৃতির সাথে কথা বলতেন।
তাই তিনি আবিষ্কর করেন এই মহাকর্ষ বল।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.