Bengali GK Capsule Part- 01 | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | Life Science GK - Dream Not Real

Trending

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২০

Bengali GK Capsule Part- 01 | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | Life Science GK

Bengali GK Capsule Part- 01জিকে ক্যাপসুল | Some Important General Knowledge । Life Science GK


👉 Dream Not Real
     নমস্কার বন্ধুরা ,
                          আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্র নিয়ে এসেছি আপনাদের সামনে। এই প্রশ্ন গুলি বেশিরভাগ পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাই প্রশ্ন গুলি জানতে ও পরিক্ষায় সঠিক উত্তর দিতে সব প্রশ্নগুলি অতি অবশ্যই দেখে নাও।


১) ডি. এন. এ. (D. N. A.) অনুর দ্বি- হ্যালিক্স কাঠামোর জনক কে ?
উত্তরঃ ওয়াটসন ও ক্রিক 

২) মরুভূমির জাহাজ কাকে বলা হয়ে থাকে ?
উত্তরঃ উট 

৩) হৃৎপিন্ড কোন ধরণের পেশী দ্বারা গঠিত ?
উত্তরঃ বিশেষ ধরণের অনৈচ্ছিক পেশী দ্বারা 

৪) রক্তে হিমোগ্লোবিনের কাজ কি ?
উত্তরঃ অক্সিজেন পরিবহন করা 

৫)  ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি ধরনের খাদ্য উপাদান গ্রহণ করে ?
উত্তরঃ নাইট্রোজেন 

৬) ইন্সুলিন ক্ষরণ হয় কোথায়  থেকে ?
উত্তরঃ অগ্ন্যাশয় থেকে 

৭) হাড় ও দাঁত কে মজবুত করে কোন উপাদান ?
উত্তরঃ ক্যালশিয়াম ও ফসফরাস 

৮) প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সমন্ধীয় বিদ্যাকে কি বলা হয় ?
উত্তরঃ জেনেটিক্স 

৯) মস্তিস্ক কোন তন্ত্রের অঙ্গ ?
উত্তরঃ স্নায়ুতন্ত্র এর অঙ্গ 

১০) মানুষের লোহিত রক্ত কণিকা কোথায় সঞ্চিত থাকে ?
উত্তরঃ প্লীহাতে 

১১) সবচেয়ে বড়ো ভাইরাসের নাম কি ?
উত্তরঃ গো বসন্ত এর ভাইরাস 

১২) কোনো পরিবহন তন্ত্র নেই কার ?
উত্তরঃ ছত্রাক এর 

১৩) ঝিনুকের রক্তে কি নেই ?
উত্তরঃ হিমোগ্লোবিন 

১৪) জীবদেহের কার্যের একক কি ?
উত্তরঃ কোষ 

১৫) সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ রবার্ট হুক 

১৬) টিস্যুর গঠনগত একক কি ?
উত্তরঃ কোষ 

১৭) মানুষের ক্রোমোজোম এর সংখ্যা কত ?
উত্তরঃ 44 টি অটোজোম ও 2 টি সেক্স ক্রোমোজোম (পুরুষের XY ও মহিলাদের  XX) = মোট  46 টি 

১৮) ছত্রাকের কোষ কি দিয়ে তৈরী ?
উত্তরঃ কাইটিন 

১৯) DNA কোথায় থাকে ?
উত্তরঃ নিউক্লিয়াসে

২০) একটি একবীজপাত্রী উদ্ভিদের নাম কি ?
উত্তরঃ ছোলা 




‣ ধন্যবাদ আবার আসুন 
বন্ধুদের সাথে Share করুন ▾

1 টি মন্তব্য:

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 07 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ০৭

  জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI General Knowledge (GK) Practice Set 07 নমস্কার বন্ধুরা ,                        ...