Some Important Place in India | Bengali GK | ভারতের উচ্চতম স্থান ও বস্তু | ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৪ অক্টোবর ২০২০

Some Important Place in India | Bengali GK | ভারতের উচ্চতম স্থান ও বস্তু | ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান

Some Important Place in India | Bengali GK | ভারতের উচ্চতম স্থান ও বস্তু |  ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান 






👉 Dream Not Real
     নমস্কার বন্ধুরা ,
                          আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্র নিয়ে এসেছি আপনাদের সামনে। এই প্রশ্ন গুলি বেশিরভাগ পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাই প্রশ্ন গুলি জানতে ও পরিক্ষায় সঠিক উত্তর দিতে সব প্রশ্নগুলি অতি অবশ্যই দেখে নিন ।

⏩ভারতের উচ্চতম বাঁধের নাম কি?
 উত্তরঃ  ভাকরা নাঙ্গাল বাঁধ
(এই বাঁধটি ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা।* শতদ্রু নদীর উপর গঠিত কংক্রিট দ্বারা একটি মধ্যাকর্ষণ বাঁধ।এটি উত্তরভারতের হিমাচল প্রদেশে অবস্থিত।* এর নির্মাণ কাজ শুরু হয় 1948 সালে এবং শেষ হয় 1963 সালে)


ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ?

উত্তরঃ অশোক স্তম্ভ

(এই অশোক স্তম্ভটি সারনাথে অবস্থিত)


ভারতের উচ্চতম মন্দির?

উত্তরঃ মিনাক্ষী দেবীর মন্দির
(এই মন্দিরটি মাদুরাইতে অবস্থিত)


ভারতের উচ্চতম তোরণদ্বারের (দরওয়াজা) নাম কি?

উত্তরঃ বুলন্দ দরওয়াজা
(এটি মুঘল সম্রাট আকবর 1572 খ্রিস্টাব্দে গুজরাট জয়ের স্মৃতি হিসেবে 1602 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন)


ভারতের উচ্চতম স্তূপের নাম কি?

উত্তরঃ সাঁচির স্তূপ
(এই স্তুপটি মধ্যপ্রদেশে অবস্থিত।
এই স্তূপটি কিন্তু ভারতের বৃহত্তম স্তূপ)


ভারতের উচ্চতম স্তম্ভের (মিনার) নাম কি?

উত্তরঃ কুতুব মিনার
(এর উচ্চতা 238 ফুট।এটি দিল্লীতে অবস্থিত)


ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি?

উত্তরঃ ঘুম
(ঘুম রেল স্টেশনটি দার্জিলিং- অবস্থিত।
বৃহত্তম রেল স্টেশনের নাম হলো ভিক্টরিয়া টার্মিনাস)


ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?

উত্তরঃ গডউইন অস্টিন
(গডউইন অস্টিনের বা K2 এর অপর নাম কারাকোরাম পর্বত।একে অনেকে ছাগোরি বলেও ডাকে।* এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।এর উচ্চতা 8,611 মিটার)

কিন্তু যদি K2 না দিয়ে কাঞ্চনজঙ্গা দেয় তখন কাঞ্চনজঙ্গা হবে। কাঞ্চনজঙ্গার উচ্চতা 8586 মিটার। এটি সিকিম রাজ্যে অবস্থিত।  



ভারতের উচ্চতম বিমান বন্দরের নাম কি?

 উত্তরঃ লেহ বিমান বন্দর

(এটি লাদাখে অবস্থিত।* আর এখানে একটা কথা মাথায় রাখবে ভারতের বৃহত্তম বিমান বন্দর হল মুম্বাই বিমান বন্দর)


ভারতের উচ্চতম অট্টালিকা?

উত্তরঃ বিকাশ মিনার

(এটি নিউ দিল্লীতে অবস্থিত)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...