Some Important Place in India | Bengali GK | ভারতের উচ্চতম স্থান ও বস্তু | ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান
👉 Dream Not Real
নমস্কার বন্ধুরা ,
আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্র নিয়ে
এসেছি আপনাদের সামনে। এই প্রশ্ন গুলি বেশিরভাগ পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে
থাকে। তাই প্রশ্ন গুলি জানতে ও পরিক্ষায় সঠিক উত্তর দিতে সব প্রশ্নগুলি অতি
অবশ্যই দেখে নিন ।
⏩ভারতের
উচ্চতম
বাঁধের
নাম
কি?
উত্তরঃ ভাকরা নাঙ্গাল বাঁধ
(এই
বাঁধটি
ভারতের
বৃহত্তম নদী
পরিকল্পনা।* শতদ্রু
নদীর
উপর
গঠিত
কংক্রিট দ্বারা
একটি
মধ্যাকর্ষণ বাঁধ।এটি উত্তরভারতের হিমাচল
প্রদেশে অবস্থিত।* এর
নির্মাণ কাজ
শুরু
হয়
1948 সালে
এবং
শেষ
হয়
1963 সালে)।
⏩ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ?
উত্তরঃ অশোক স্তম্ভ
(এই অশোক স্তম্ভটি সারনাথে অবস্থিত)।
⏩ভারতের উচ্চতম মন্দির?
উত্তরঃ মিনাক্ষী দেবীর
মন্দির
(এই
মন্দিরটি মাদুরাইতে অবস্থিত)।
⏩ভারতের উচ্চতম তোরণদ্বারের (দরওয়াজা) নাম কি?
উত্তরঃ বুলন্দ
দরওয়াজা
(এটি
মুঘল
সম্রাট
আকবর
1572 খ্রিস্টাব্দে গুজরাট
জয়ের
স্মৃতি
হিসেবে
1602 খ্রিস্টাব্দে এটি
নির্মাণ করেন)।
⏩ভারতের উচ্চতম স্তূপের নাম কি?
উত্তরঃ সাঁচির
স্তূপ
(এই
স্তুপটি মধ্যপ্রদেশে অবস্থিত।
এই
স্তূপটি কিন্তু
ভারতের
বৃহত্তম স্তূপ)।
⏩ভারতের উচ্চতম স্তম্ভের (মিনার) নাম কি?
উত্তরঃ কুতুব
মিনার
(এর
উচ্চতা
238 ফুট।এটি দিল্লীতে অবস্থিত)।
⏩ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি?
উত্তরঃ ঘুম
(ঘুম
রেল
স্টেশনটি দার্জিলিং-এ
অবস্থিত।
বৃহত্তম রেল
স্টেশনের নাম
হলো
ভিক্টরিয়া টার্মিনাস)।
⏩ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তরঃ গডউইন
অস্টিন
(গডউইন
অস্টিনের বা
K2 এর
অপর
নাম
কারাকোরাম পর্বত।একে অনেকে
ছাগোরি
বলেও
ডাকে।*
এটি
বিশ্বের দ্বিতীয় উচ্চতম
শৃঙ্গ।এর উচ্চতা
8,611 মিটার)।
কিন্তু যদি K2 না দিয়ে কাঞ্চনজঙ্গা দেয় তখন কাঞ্চনজঙ্গা হবে। কাঞ্চনজঙ্গার উচ্চতা 8586 মিটার। এটি সিকিম রাজ্যে অবস্থিত।
⏩ভারতের
উচ্চতম
বিমান
বন্দরের নাম
কি?
উত্তরঃ লেহ বিমান বন্দর
(এটি লাদাখে অবস্থিত।* আর
এখানে
একটা
কথা
মাথায়
রাখবে
ভারতের
বৃহত্তম বিমান
বন্দর
হল
মুম্বাই বিমান
বন্দর)।
⏩ভারতের উচ্চতম অট্টালিকা?
উত্তরঃ বিকাশ
মিনার
(এটি
নিউ
দিল্লীতে অবস্থিত)।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.