Origins of Rivers | gk questions on rivers of india | gk questions on rivers of india in bengali | ভারতের বিশেষ কিছু নদীর উৎপত্তিস্থল - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১০ অক্টোবর ২০২০

Origins of Rivers | gk questions on rivers of india | gk questions on rivers of india in bengali | ভারতের বিশেষ কিছু নদীর উৎপত্তিস্থল

ভারতের বিশেষ  কিছু নদীর উৎপত্তিস্থল 




ভারতকে বলা হয় নদী মাত্রিক দেশ। আমাদের দেশে নদী পুরো জালের মতো বিস্তার করছে। ভারতবর্ষে নদীর গতিপথ অনুসারে প্রধানত  তিনটি ভাগে ভাগ করা যায় ,যথা -  ১) উত্তরবাহী নদী , ২) পচ্শিমবাহী নদী৩) পূর্ববাহী নদী। 

ভারতের কিছু বিশেষ নদীর উৎপত্তিস্থল দেওয়া হলো -

(১)  আরাবল্লী পর্বত থেকে নীচের কোন নদীটি উৎপত্তি হয়েছে?

(ক) সবরমতী 

(খ) নর্মদা

(গ) লুনী

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  সবরমতী

(২)  কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোনটি?  

(ক) ছোটনাগপুর মালভূমি

(খ) মহাবালেশ্বর

(গ) সিয়াচিন

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  মহাবালেশ্বর

(৩)  ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোনটি?  

(ক) চেমা য়ুং দুং হিমবাহ

(খ) গঙ্গোত্রী

(গ) পশ্চিমঘাট পর্বতমালা

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  চেমা য়ুং দুং হিমবাহ

(৪)  পশ্চিমঘাট পর্বতমালা থেকে নীচের কোন নদীটি উৎপত্তি হয়েছে?

(ক) সবরমতী 

(খ) তুঙ্গভদ্রা

(গ) লুনী

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ   তুঙ্গভদ্রা

(৫নর্মদা নদীর উৎপত্তি স্থল কোনটি?  

(ক) ছোটনাগপুর মালভূমি

(খ) মহাবালেশ্বর

(গ) অমরকন্টক শৃঙ্গ

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ   অমরকন্টক শৃঙ্গ

(৬) কাবেরী নদীর উৎপত্তি স্থল কোনটি?

(ক) ছোটনাগপুর মালভূমি

(খ) ব্রহ্মগিরি

(গ) মহাবালেশ্বর

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ ব্রহ্মগিরি

(৭) আনাসাগর হ্রদ থেকে নীচের কোন নদীটি উৎপত্তি হয়েছে?

(ক) তিস্তা

(খ) নর্মদা

(গ) লুনী

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ লুনী

(৮)  গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি?

(ক) গঙ্গোত্রী 

(খ) ব্রহ্মগিরি

(গ) আনাসাগর 

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  গঙ্গোত্রী 

(৯)  সুবর্ণরেখা নদীর উৎপত্তি স্থল কোনটি?  

(ক) ছোটনাগপুর মালভূমি

(খ) গঙ্গোত্রী

(গ) আনাসাগর

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  ছোটনাগপুর মালভূমি

(১০মাহী নদীর উৎপত্তি স্থল কোনটি?

(ক) ছোটনাগপুর মালভূমি

(খ) বিন্ধ্য পর্বত 

(গ) মহাবালেশ্বর

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  বিন্ধ্য পর্বত  


২টি মন্তব্য:

  1. মধুমতি কোন নদীর শাখা নদী;মধুমতি নদী (Madhumati River) বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ ও বাগেরহাটের উপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর একটি শাখা। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে প্রবহমান গড়াই থেকে উৎপন্ন হয়ে মাগুরা-ফরিদপুর সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে মধুমতি নামে নড়াইল ও খুলনা জেলার আঠারবেকিতে বাগেরহাট জেলায় প্রবেশ করেছে এবং বরিশালের উপর দিয়ে হরিণঘাটা মোহনার কাছে গিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিয়ে গিয়েছে। বিস্তারিত পোস্ট টি পড়ুন এখানে মধুমতি কোন নদীর শাখা নদী

    উত্তরমুছুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...