100 General Knowledge (GK) in Bengali PDF - সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - জিকে - for Competitive Exams
![]() |
|
👉 Dream Not Real
১) কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ?
উত্তর :- গামা রশ্মি
২) সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?
উত্তর :- ফ্লুরিন
৩) কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় ?
উত্তর :- নিউক্লীয় সংযোজন
৪) কপার গ্লাস কোন ধাতুর আকরিক ?
উত্তর :- তামা
৫) PVC এর মনোমারের নাম কি ?
উত্তর :- ভিনাইল ক্লোরাইড
৬) কোন উষ্ণতায় গ্যাস অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় ?
উত্তর :- -273 ডিগ্রি C
৭) নোবেল গ্যাসগুলি পর্যায় সারণিতে কোন শ্রেণীতে আছে ?
উত্তর :- ১৮ নং
৮) রোধাঙ্কের SI একক কি ?
উত্তর :- ওহম-মিটার
৯) তেজস্ক্রিয়তার একক হলো
উত্তর :- বেকারল
১০) ফিউজ তারের উপাদানগুলি কি কি ?
উত্তর :- টিন ও সিসা
১১) AC ডায়নামোর মূলনীতি কি ?
উত্তর :- তড়িৎ চুম্বকীয় আবেশ
১২) সুস্থ স্বাভাবিক চোখের নিকটতম দুরবিন্দু কত ?
উত্তর :- 25 cm
১৩) রিডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় ?
উত্তর :- আয়নোস্ফিয়ার
১৪) সৌরকোষে অর্ধপরিবাহী হিসাবে কি ব্যবহার করা হয় ?
উত্তর :- সিলিকন
১৫) উদ্ভিদ ও প্রাণীর মৃত, পচা দেহ কি নামে পরিচিত ?
উত্তর :- বায়োমাস
১৬) মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হলো
উত্তর :- স্টেপিস
১৭) অপটিক্যাল ফাইভার প্রধানত কি কাজে ব্যবহার করা হয় ?
উত্তর :- যোগাযোগ
১৮) ফিউজ তারের উপাদান কি ?
উত্তর :- টিন ও সিসার সংকর
১৯) সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে ?
উত্তর :- বিকিরণ পদ্ধতিতে
২০) হাঁপানি প্রশমনের ঔষধ হিসাবে ব্যবহৃত উপক্ষারটি হলো
উত্তর :- ডাটুরিন
২১) দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন "বিপ্লব দীর্ঘজীবী হোক"?
উত্তর :- ভগৎ সিং
২২) "আজাদ হিন্দ ফৌজ" কোথায় প্রথম স্থাপিত হয় ?
উত্তর :- সিঙ্গাপুর
২৩) থর মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর :- রাজস্থান
২৪) ভারত সরকারের সংবিধানিক চেয়ারম্যান কে ?
উত্তর :- রাষ্ট্রপতি
২৫) "Philosophic Zoologique" বইটি কার লেখা ?
উত্তর :- ল্যামার্ক
২৬) খুদা-ই-খিদমদগারের নেতা কে ছিলেন ?
উত্তর :- এম এ জিন্নাহ
২৭) তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তর :- মুলতাই
২৮) ফিসক্যাল নীতি কোন ধরনের সরকারি কর্মসূচির মাধ্যমে প্রয়োগ করা হয় ?
উত্তর :- সরকারি বাজেট
২৯) চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে
উত্তর :- সিলিয়ারি পেশী
৩০) আগ্রা নাগরীর পত্তন করেন কে ?
উত্তর :- সিকিন্দার লোদী
৩১) খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন ?
উত্তর :- রানা সঙ্গ
৩২) "চারুদত্ত ও বসন্তসেনার প্রেম" কোন গ্রন্থের বিষয়বস্তু ?
উত্তর :- মৃচ্ছকটিকম
৩৩) বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসূরী কে ?
উত্তর :- সুজাউদ্দিন
৩৪) কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ?
উত্তর :- প্রথম কুমার গুপ্ত
৩৫) কোন পত্রিকায় প্রথম বয়কটের ডাক দেওয়া হয় ?
উত্তর :- সঞ্জিবনী
৩৬) জন্মের পূর্বে দাঁত পরে যায়, এমন স্তন্যপায়ী প্রাণী হলো
উত্তর :- শ্লথ, প্লাটিপাস, তিমি
৩৭) পিউটার ধাতু সংকরে কোন কোন ধাতু উপস্থিত থাকে ?
উত্তর :- সীসা ও টিন
৩৮) কোলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়
উত্তর :- 1857
৩৯) ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছে ?
উত্তর :- এ. ও. হিউম
৪০) কোন জায়গায় গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন ?
উত্তর :- ডান্ডি
৪১) স্যার টমাস রো কার রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর :- জাহাঙ্গীরের আমলে
৪২) শিশুদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর :- ভিটামিন D
৪৩) ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না এমন একটি ধাতুর নাম লেখ ?
উত্তর :- কপার
৪৪) একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কি ধাতু ব্যবহার করা হয় ?
উত্তর :- নরম লোহা
৪৫) হীরের পর সবথেকে কঠিন বস্তু নাম কি ?
উত্তর :- করান্ডাম
৪৬) মূল তিনটি রং কি কি ?
উত্তর :- সবুজ নীল লাল
৪৭) মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কি ?
উত্তর :- স্পুটনিক
৪৮) পৃথিবীর ঠিক যে অংশে পারমানবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে ?
উত্তর :- গ্রাউন্ড জিরো
৪৯) হাইড্রোজেনের কতগুলো আইসোটোপ আছে ?
উত্তর :- ৩
৫০) ভারতে অবস্থিত হিমালয়ের সর্ব্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর :- কাঞ্চনজঙ্গা
৫১) একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি ?
উত্তর :- তিব্বত
৫২) মায়ানমারে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর :- পোপো
৫৩) হলদি নদী সৃষ্টি হয়েছে কোন ২ টি নদী মিলিত হয়ে ?
উত্তর :- কেলেঘায় ও কাঁশায়
৫৪) টাইফুন দেখা যায়
উত্তর :- জাপানে
৫৫) লুনি নদীর উৎপত্তি স্থল কোথায়
উত্তর :- অনাসাগর হ্রদ
৫৬) পৃথিবীর সব থেকে খরস্রোতা নদীর নাম কি ?
উত্তর :- রাইন নদী
৫৭) আইল্যান্ড অফ ফিমেলস কাকে বলে ?
উত্তর :- লাক্ষাদ্বীপ
৫৮) ইংলিশ চ্যানেলের দৈঘ্য কত ?
উত্তর :- 564 km
৫৯) চন্দন বৃক্ষের মন্দির কোন শহরকে বলা হয় ?
উত্তর :- মাদুরাই
৬০) দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?
উত্তর :- চেন্নাই
৬১) কমলা লেবুর শহর নাগপুর কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- মহারাষ্ট্র
৬২) ভারতের ক্যালিফোনিয়া কাকে বলে ?
উত্তর :- নাসিক
৬৩) উত্তর ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?
উত্তর :- গুয়াহাটি
৬৪) দ্যা সিল্ক সিটি অফ ইন্ডিয়া কাকে বলে ?
উত্তর :- ভাগলপুর
৬৫) ভারতের তালা চাবির শহর কাকে বলে ?
উত্তর :- আলিগড়
৬৬) দ্যা সিটি অফ ডেসটিনি কাকে বলে ?
উত্তর :- বিশখাপত্তনম
৬৭) কাকে রাট্রসঙ্ঘের স্থপতি বলা হয় ?
উত্তর :- রুজভেল্ট
৬৮) ভারতের কোন রাজ্যের নিজস্ব পুলিশ আইন আছে
উত্তর :- উত্তরপ্রদেশ
৬৯) পৃথিবীর বৃহত্তম মসজিদের নাম কি ?
উত্তর :- জুম্মা মসজিদ
৭০) পৃথিবীর প্রথম মসজিদ কোনটি ?
উত্তর :- কুবা মসজিদ
৭১) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রের নাম কি ?
উত্তর :- থুম্বা
৭২) সব থেকে ভারী গ্যাসের নাম কি ?
উত্তর :- রেডন
৭৩) মার্চেন্ট নেভির প্রথম মহিলা ক্যাপ্টেনের নাম কি ?
উত্তর :- রাধিকা মেনন
৭৪) ভারতের প্রথম মহিলা অভিনেত্রীর নাম কি ?
উত্তর :- দুর্গাবয় কমাত
৭৫) ভারতের প্রথম অস্কার জয়ী কে ?
উত্তর :- ভানু অ্যাথ্যায়
৭৬) নারায়ন ঘাট কার সমাধিস্থলের নাম
উত্তর :- গুজরিলাল নন্দ
৭৭) ভারতের প্রথম প্র্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ?
উত্তর :- সর্দার বল্লভ ভাই
৭৮) গুয়ানির্কা চিত্রের চিত্রকর কে ?
উত্তর :- পাবলো পিকাসো
৭৯) ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উত্তর :- সরোজিনী নাইডু
৮০) প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত ভারতীয় মহিলা
উত্তর :- দেবিকা রানী
৮১) গ্র্যামি পুরস্কার কিসের সাথে যুক্ত ?
উত্তর :- সঙ্গীত
৮২) রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হলো ?
উত্তর :- ৬ বছর
৮৩) নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- বক্সিং
৮৪) অর্থবিল পেশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা কার কাছে রয়েছে ?
উত্তর :- রাষ্ট্রপতি
৮৫) কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে ?
উত্তর :- ধর্মপাল
৮৬) রেডক্রস কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1863
৮৭) কে কুতুবমিনার নির্মাণ কাজ সমাপ্ত করে ?
উত্তর :- ইলতুৎমিস
৮৮) ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণি আছে ?
উত্তর :- লুসাই
৮৯) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় দুইজন ইঙ্গ ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হন ?
উত্তর :- 331
৯০) 1 অশ্ব ওয়াট = কত ওয়াট ?
উত্তর :- 746
৯১) সার্ক কত সালে গঠিত হয় ?
উত্তর :- 1985
৯২) ভারতের প্রথম স্পিকার কে ছিলেন ?
উত্তর :- গণেশ বাসুদেব মাভালংকার
৯৩) ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের থেকে গৃহীত ?
উত্তর :- দক্ষিণ আফ্রিকা
৯৪) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
উত্তর :- সারনাথ
৯৫) গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর :- কানপুর
৯৬) রাজ্যসভায় মোট কতজন সদস্য কে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন ?
উত্তর :- 12 জন
৯৭) ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলে ?
উত্তর :- ব্যাঙ্গালোর
৯৮) হিমালয় হলো একটি
উত্তর :- ভঙ্গিল পর্বত
৯৯) কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন ?
উত্তর :- সি কে নাউডু
১০০) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখা যায় ?
উত্তর :- পুরুলিয়া
PDF File Details :-
PDF Name :- 100 GK IN BENGALI QUESTION & ANSWER
Language :- Bengali
File Size :- 1.08 MB
Click Here To Download


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.