100 General Knowledge (GK) in Bengali PDF for Competitive Exams - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৯ নভেম্বর ২০২০

100 General Knowledge (GK) in Bengali PDF for Competitive Exams

100 General Knowledge (GK) in Bengali PDF - সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - জিকে - for Competitive Exams 


100 General Knowledge (GK) in Bengali PDF - সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - জিকে - for Competitive Exams


👉 Dream Not Real

     নমস্কার বন্ধুরা,
                          আজ আমরা তোমাদের সাথে শেয়ার করবো ১০০ টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। এছাড়াও তোমাদের সুবিধার জন্যে এই প্রশ্ন উত্তর গুলোর  100 General Knowledge (GK) in Bengali PDF / ১০০ জিকে প্রশ্ন ও উত্তরের পিডিএফ Link তোমরা নিচে পেয়ে যাবে। তোমরা এই প্রশ্ন উত্তরে পাবে ইতিহাস / History, ভূগোল / Geography, জীবনবিজ্ঞান / Life Science, ভৌতবিজ্ঞান / Physical Science, রাষ্ট্রবিজ্ঞান / Political Science, অৰ্থনীতি / Economics মতো বিষয়ের প্রশ্ন ও উত্তর। যেটি তোমাদের সমস্ত রকম #Competitive, যেমন - Railway Group D, RRB NTPC, WBSC, PSC Clerkship, WB Police, KP Police ইত্যাদি সমস্ত পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।


★ তোমাদের সুবিধার জন্যে নিচে PDF Link দেওয়া আছে ★

১) কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ?

উত্তর :- গামা রশ্মি  

২) সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?

উত্তর :- ফ্লুরিন 

৩) কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় ?

উত্তর :- নিউক্লীয় সংযোজন 

৪) কপার গ্লাস কোন ধাতুর আকরিক ?

উত্তর :- তামা 

৫) PVC এর মনোমারের নাম কি ?

উত্তর :- ভিনাইল ক্লোরাইড 

৬) কোন উষ্ণতায় গ্যাস অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় ?

উত্তর :- -273 ডিগ্রি C

৭) নোবেল গ্যাসগুলি পর্যায় সারণিতে কোন শ্রেণীতে আছে ?

উত্তর :- ১৮ নং 

৮) রোধাঙ্কের SI একক কি ?

উত্তর :- ওহম-মিটার 

৯) তেজস্ক্রিয়তার একক হলো 

উত্তর :- বেকারল  

১০) ফিউজ তারের উপাদানগুলি কি কি ?

উত্তর :- টিন ও সিসা 

১১) AC ডায়নামোর মূলনীতি কি ?

উত্তর :- তড়িৎ চুম্বকীয় আবেশ 

১২) সুস্থ স্বাভাবিক চোখের নিকটতম দুরবিন্দু কত ?

উত্তর :- 25 cm 

১৩) রিডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় ?

উত্তর :- আয়নোস্ফিয়ার  

১৪) সৌরকোষে অর্ধপরিবাহী হিসাবে কি ব্যবহার করা হয় ?

উত্তর :- সিলিকন 

১৫) উদ্ভিদ ও প্রাণীর মৃত, পচা দেহ কি নামে পরিচিত ?

উত্তর :- বায়োমাস     

১৬) মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হলো 

উত্তর :- স্টেপিস 

১৭) অপটিক্যাল ফাইভার প্রধানত কি কাজে ব্যবহার করা হয় ?

উত্তর :- যোগাযোগ

১৮) ফিউজ তারের উপাদান কি ?

উত্তর :- টিন ও সিসার সংকর 

১৯) সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে ?

উত্তর :- বিকিরণ পদ্ধতিতে   

২০)  হাঁপানি প্রশমনের ঔষধ হিসাবে ব্যবহৃত উপক্ষারটি হলো 

উত্তর :- ডাটুরিন 

২১) দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন "বিপ্লব দীর্ঘজীবী হোক"?

উত্তর :- ভগৎ সিং 

২২) "আজাদ হিন্দ ফৌজ" কোথায় প্রথম স্থাপিত হয় ?

উত্তর :- সিঙ্গাপুর 

২৩) থর মরুভূমি কোথায় অবস্থিত ?

উত্তর :- রাজস্থান 

২৪) ভারত সরকারের সংবিধানিক চেয়ারম্যান কে ?

উত্তর :- রাষ্ট্রপতি      

২৫) "Philosophic Zoologique" বইটি কার লেখা ?

উত্তর :- ল্যামার্ক   

২৬) খুদা-ই-খিদমদগারের নেতা কে ছিলেন ?

উত্তর :- এম এ জিন্নাহ 

২৭) তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায় ?

উত্তর :- মুলতাই 

২৮) ফিসক্যাল নীতি কোন ধরনের সরকারি কর্মসূচির মাধ্যমে প্রয়োগ করা হয় ?

উত্তর :- সরকারি বাজেট  

২৯) চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে 

উত্তর :- সিলিয়ারি পেশী    

৩০) আগ্রা নাগরীর পত্তন করেন কে ?

উত্তর :- সিকিন্দার লোদী  

৩১) খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন ?

উত্তর :- রানা সঙ্গ  

৩২) "চারুদত্ত ও বসন্তসেনার প্রেম" কোন গ্রন্থের বিষয়বস্তু ?

উত্তর :- মৃচ্ছকটিকম   

৩৩) বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসূরী কে ?

উত্তর :- সুজাউদ্দিন

৩৪) কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ?

উত্তর :- প্রথম কুমার গুপ্ত  

৩৫) কোন পত্রিকায় প্রথম বয়কটের ডাক দেওয়া হয় ?

উত্তর :- সঞ্জিবনী 

৩৬) জন্মের পূর্বে দাঁত পরে যায়, এমন স্তন্যপায়ী প্রাণী হলো 

উত্তর :- শ্লথ, প্লাটিপাস, তিমি 

৩৭) পিউটার ধাতু সংকরে কোন কোন ধাতু উপস্থিত থাকে ?

উত্তর :- সীসা ও টিন  

৩৮) কোলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 

উত্তর :- 1857 

৩৯) ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছে ?

উত্তর :- এ. ও. হিউম  

৪০) কোন জায়গায় গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন ?

উত্তর :- ডান্ডি  

৪১) স্যার টমাস রো কার রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তর :- জাহাঙ্গীরের আমলে  

৪২) শিশুদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

উত্তর :- ভিটামিন D

৪৩) ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না এমন একটি ধাতুর নাম লেখ ?

উত্তর :- কপার 

৪৪) একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কি ধাতু ব্যবহার করা হয় ?

উত্তর :- নরম লোহা 

৪৫)  হীরের পর সবথেকে কঠিন বস্তু নাম কি ?

উত্তর :- করান্ডাম 

৪৬) মূল তিনটি রং কি কি ?

উত্তর :- সবুজ নীল লাল 

৪৭)  মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কি ?

উত্তর :- স্পুটনিক

৪৮) পৃথিবীর ঠিক যে অংশে পারমানবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে ?

উত্তর :- গ্রাউন্ড জিরো  

৪৯) হাইড্রোজেনের কতগুলো আইসোটোপ আছে ?

উত্তর :- ৩   

৫০) ভারতে অবস্থিত হিমালয়ের সর্ব্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর :- কাঞ্চনজঙ্গা  

৫১) একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি ?

উত্তর :- তিব্বত 

৫২) মায়ানমারে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর :- পোপো 

৫৩) হলদি নদী সৃষ্টি হয়েছে কোন ২ টি নদী মিলিত হয়ে ?

উত্তর :- কেলেঘায় ও কাঁশায়  

৫৪) টাইফুন দেখা যায় 

উত্তর :- জাপানে 

৫৫) লুনি নদীর উৎপত্তি স্থল কোথায় 

উত্তর :- অনাসাগর হ্রদ 

৫৬) পৃথিবীর সব থেকে খরস্রোতা নদীর নাম কি ?

উত্তর :- রাইন নদী  

৫৭) আইল্যান্ড অফ ফিমেলস কাকে বলে ?

উত্তর :- লাক্ষাদ্বীপ

৫৮) ইংলিশ চ্যানেলের দৈঘ্য কত ?

উত্তর :- 564 km   

৫৯) চন্দন বৃক্ষের  মন্দির কোন শহরকে বলা হয় ?

উত্তর :- মাদুরাই  

৬০) দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?

উত্তর :- চেন্নাই 

৬১) কমলা লেবুর শহর নাগপুর কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- মহারাষ্ট্র   

৬২) ভারতের ক্যালিফোনিয়া কাকে বলে ?

উত্তর :- নাসিক 

৬৩) উত্তর ভারতের প্রবেশদ্বার কাকে বলে ?

উত্তর :- গুয়াহাটি 

৬৪) দ্যা সিল্ক সিটি অফ ইন্ডিয়া কাকে বলে ?

উত্তর :- ভাগলপুর

৬৫) ভারতের তালা চাবির শহর কাকে বলে ?

উত্তর :- আলিগড় 

৬৬) দ্যা সিটি অফ ডেসটিনি কাকে বলে ?

উত্তর :- বিশখাপত্তনম 

৬৭) কাকে রাট্রসঙ্ঘের স্থপতি বলা হয় ?

উত্তর :- রুজভেল্ট  

৬৮) ভারতের কোন রাজ্যের নিজস্ব পুলিশ আইন আছে 

উত্তর :- উত্তরপ্রদেশ 

৬৯) পৃথিবীর বৃহত্তম মসজিদের নাম কি ?

উত্তর :- জুম্মা মসজিদ 

৭০) পৃথিবীর প্রথম মসজিদ কোনটি ?

উত্তর :- কুবা মসজিদ 

৭১) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রের নাম কি ?

উত্তর :- থুম্বা 

৭২) সব থেকে ভারী গ্যাসের নাম কি ?

উত্তর :- রেডন   

৭৩) মার্চেন্ট নেভির প্রথম মহিলা ক্যাপ্টেনের নাম কি ?

উত্তর :- রাধিকা মেনন   

৭৪) ভারতের প্রথম মহিলা অভিনেত্রীর নাম কি ?

উত্তর :- দুর্গাবয় কমাত 

৭৫) ভারতের প্রথম অস্কার জয়ী কে ?

উত্তর :- ভানু  অ্যাথ্যায় 

৭৬) নারায়ন ঘাট কার সমাধিস্থলের নাম 

উত্তর :- গুজরিলাল নন্দ  

৭৭) ভারতের প্রথম প্র্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ?

উত্তর :- সর্দার বল্লভ ভাই    

৭৮) গুয়ানির্কা চিত্রের চিত্রকর কে ?

উত্তর :- পাবলো পিকাসো 

৭৯) ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?

উত্তর :- সরোজিনী নাইডু   

৮০) প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত ভারতীয় মহিলা 

উত্তর :- দেবিকা রানী 

৮১) গ্র্যামি পুরস্কার কিসের সাথে যুক্ত ?

উত্তর :- সঙ্গীত

৮২) রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হলো ?

উত্তর :- ৬ বছর 

৮৩) নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর :- বক্সিং 

৮৪) অর্থবিল পেশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা কার কাছে রয়েছে ?

উত্তর :- রাষ্ট্রপতি

৮৫) কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে ?

উত্তর :- ধর্মপাল 

৮৬) রেডক্রস কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- 1863 

৮৭) কে কুতুবমিনার নির্মাণ কাজ সমাপ্ত করে ?

উত্তর :- ইলতুৎমিস 

৮৮) ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণি আছে ?

উত্তর :- লুসাই 

৮৯) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় দুইজন ইঙ্গ ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হন ?

উত্তর :- 331 

৯০) 1 অশ্ব ওয়াট = কত ওয়াট ?

উত্তর :- 746

৯১) সার্ক কত সালে গঠিত হয় ?

উত্তর :- 1985

৯২) ভারতের প্রথম স্পিকার কে ছিলেন ?

উত্তর :- গণেশ বাসুদেব মাভালংকার  

৯৩) ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের থেকে গৃহীত ?

উত্তর :- দক্ষিণ আফ্রিকা   

৯৪) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?

উত্তর :- সারনাথ 

৯৫) গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর :- কানপুর 

৯৬) রাজ্যসভায় মোট কতজন সদস্য কে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন ?

উত্তর :- 12 জন   

৯৭) ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলে ?

উত্তর :- ব্যাঙ্গালোর    

৯৮) হিমালয় হলো একটি 

উত্তর :- ভঙ্গিল পর্বত   

৯৯) কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন ?

উত্তর :- সি কে নাউডু     

১০০) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখা যায় ?

উত্তর :- পুরুলিয়া 


  ধন্যবাদ
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


PDF File Details :-

PDF Name :- 100 GK IN BENGALI QUESTION & ANSWER

Language :- Bengali

File Size :- 1.08 MB

Click Here To Download



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...