List of First Indian Woman in Various Field in Bengali | বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা
![]() |
List of First Indian Woman in Various Field in Bengali | বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা |
👉 Dream Not Real
নমস্কার বন্ধুরা,
আজ আমরা তোমাদের সাথে শেয়ার করবো, List of First Indian Woman in Various Field in Bengali; যেটির
মধ্যে থাকবে ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলাদের নাম। এই নাম গুলি
বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাই আমরা মনে করি এই
লিস্টটি তোমাদের প্রচুর সাহায্য করবে। তাই অযথা সময় নষ্ট না করে লিস্টটি
এখুনি দেখে নাও।
বি. দ্র. :- এই লিস্টটি প্রচুর বড়ো হওয়ায় আমার এটিকে দুটি ভাগে ভাগ করে দিয়েছি। তাই প্ৰথম পার্টটির লিংক নিচে দেওয়া রইলো।
List of First Indian Woman in Various Field in Bengal :-
| ক্ষেত্র | ভারতীয় প্রথম মহিলা |
|---|---|
| জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক | আশাপূর্ণা দেবী (1976) |
| SBI এর চেয়ারম্যান | অরুন্ধতি ভট্টচার্য |
| বুকার পুরস্কার প্রাপক | অরুন্ধতী রায় (1997) |
| ভারতরত্নে ভূষিত সংগীত শিল্পী | এম এস শুভলক্ষী |
| জাতীয় কংগ্র্র্রেস সভাপতি (বিদেশী) | আনি বেসান্ত (1917) |
| জাতীয় কংগেস সভাপতি (স্বদেশী) | সরোজিনী নাইডু (1925) |
| এশিয়াডে সোনাজয়ী | কমলজিৎ সিং সাধু (1978) |
| নোবেল পুরস্কার বিজয়ী | মাদার টেরেজা (শান্তিতে,1979) |
| অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম মহিলা | নীলিমা ঘোষ ও মেরি ডিসুজা (1952) |
| অলিম্পিক পদকজয়ী (ব্রোঞ্জ) | কর্ণম মালেশ্বরী (ভারোত্তোলন) |
| দাবায় গ্র্যান্ডমাস্টার | কোনেরু হাম্পি |
| বাংলায় সাহিত্যে ঔপন্যাসিক | স্বর্ণকুমারী দেবী |
| RBI এর ডেপুটি গভর্নর | জে কে উদেশি |
| মার্চেন্ট নেভি অফিসার | সোনালী ব্যানার্জী |
| ভাইস এয়ার মার্শাল | পি বন্দ্যোপাধ্যায় |
| স্থলবাহিনীর লেফটন্যান্ট জেনারেল | পুনিতা অরোরা |
| দ্বিশত রানের অধিকারী ক্রিকেটে | মিতালি রাজ |
| পুলিশের মহানির্দেশক | কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য |
| ইন্ডিয়ান এয়ারলাইন্সের চেয়ারম্যান ও MD | সুষমা চাওলা |
| কনিষ্ঠতম এভারেস্ট আরোহণকারী | মালাবত পূর্ণা (13 বছর) |
| দুইবার এভারেস্ট আরোহণকারী | সন্তোষ যাদব |
| বিশ্ব এথেলেটিক্স পদকজয়ী | অঞ্জু ববি জর্জ |
| ব্যারিস্টার | কর্ণেলিয়া সোরাবজি |
| আইনজীবী | রেজিনা গুহ |
| মিস ইউনিভার্স | সুস্মিতা সেন (1994) |
| মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া (1966) |
| বিদেশ সচিব | লক্ষ্মী এন মেনন |
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


Thank You
উত্তরমুছুন