Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-01 - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

০১ জানুয়ারি ২০২১

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-01

 Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS


Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS


👉 Dream Not Real
         
      নমস্কার বন্ধুরা ,
                               আজ আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা জিকে ক্যাপসুল । আমাদের আজকের প্রশ্ন গুলো বিগত কিছু পরীক্ষার প্রশ্ন পত্র থেকে সংগ্রহ করা। এই প্রশ্ন গুলো WBP । KP | PSC | RAILWAY | WBSC প্রত্যেকটি পরীক্ষার জন্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে তাড়াতাড়ি দেখে নিন। 

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 

►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄

⃟ ওষুধের ক্যাপসুল প্রস্তুত হয় কোন প্লাস্টিক দিয়ে ?

উত্তর :- অ্যাভেলন

⃟ আঙ্কোরভাট মন্দির অবস্থিত 

উত্তর :- কম্বোডিয়া 

⃟ নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয় ?

উত্তর :- জল বাষ্পে পরিণত হওয়া     

⃟ NAFED কিসের সাথে যুক্ত ?

উত্তর :- কৃষির বাজার      

⃟ পৃথিবীর গভীরত হ্রদের নাম কি ?

উত্তর :- বৈকাল হ্রদ 

⃟ স্বর্ণ নগরীর দেশ কাকে বলে ?

উত্তর :- জোহানেসবার্গ        

⃟ রোহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

উত্তর :- হিমাচল প্রদেশ      

⃟ স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ?

উত্তর :- অভিকর্ষ বল       

⃟ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীতি (১৭৮৪) কার উদ্যোগে পাস হয় ?

উত্তর :- লর্ড পিট

⃟ জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় ?

উত্তর :- ৩১ অক্টোবর    


  ধন্যবাদ
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...