Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
⃟ ওষুধের ক্যাপসুল প্রস্তুত হয় কোন প্লাস্টিক দিয়ে ?
উত্তর :- অ্যাভেলন
⃟ আঙ্কোরভাট মন্দির অবস্থিত
উত্তর :- কম্বোডিয়া
⃟ নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয় ?
উত্তর :- জল বাষ্পে পরিণত হওয়া
⃟ NAFED কিসের সাথে যুক্ত ?
উত্তর :- কৃষির বাজার
⃟ পৃথিবীর গভীরত হ্রদের নাম কি ?
উত্তর :- বৈকাল হ্রদ
⃟ স্বর্ণ নগরীর দেশ কাকে বলে ?
উত্তর :- জোহানেসবার্গ
⃟ রোহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর :- হিমাচল প্রদেশ
⃟ স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ?
উত্তর :- অভিকর্ষ বল
⃟ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীতি (১৭৮৪) কার উদ্যোগে পাস হয় ?
উত্তর :- লর্ড পিট
⃟ জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় ?
উত্তর :- ৩১ অক্টোবর


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.