Bengali GK Album - 01 | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৫ নভেম্বর ২০২০

Bengali GK Album - 01 | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK)

 Bengali GK Album - 01 | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK)


Bengali GK Album - 01 | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK)



👉 Dream Not Real
         
      নমস্কার বন্ধুরা ,
                               আজ আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা জিকে অ্যালবাম পার্ট ০১। আমাদের আজকের প্রশ্ন গুলো বিগত কিছু পরীক্ষার প্রশ্ন পত্র থেকে সংগ্রহ করা। এই প্রশ্ন গুলো WBP | PSC | RAILWAY | WBSC প্রত্যেকটি পরীক্ষার জন্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে তাড়াতাড়ি দেখে নিন। 
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 

► আপনাদের সুবিধার জন্যে নিচে PDF  লিংক দেওয়া রইলো। 


১) পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো 

উত্তর :- বায়োস্ফিয়ার রিজার্ভ 

২) ক্রায়োসংরক্ষণ এর সময়ে উদ্ভিদের নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয় ?

উত্তর :-      -196 oC

৩) পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে 

উত্তর :- বক্সা ব্যাঘ্র প্রকল্প    

৪) সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় ?

উত্তর :- রেড পান্ডা 

৫) এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো 

উত্তর :- ক্রায়ো সংরক্ষণ 

৬) চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ মুড়ে যায়। এটি কি ধরণের ক্রিয়া 

উত্তর :- প্রতিবর্ত ক্রিয়া     

৭) কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে ও সূযাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি হলো 

উত্তর :- ফটন্যাস্টি      

৮) অন্ধকারে দেখতে সাহায্য করে 

উত্তর :- রড কোষ       

৯) মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশ হলো 

উত্তর :- লঘুমস্তিক         

১০) মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী তা হলো 

উত্তর :- রেটিনা 

১১) কোন দূষণের ফলে হাঁপানি হয় ?

উত্তর :- বায়ুদূষণ       

১২) নিচের কোনটি ক্যানসার রোগের চিকিৎসা পদ্ধতি ?

উত্তর :- কেমোথেরাপি     

১৩) কুইনাইন কোন রোগের ঔষধ ?

উত্তর :- ম্যালেরিয়া     

১৪) একতলা দোতলা কি ?

উত্তর :- নাটক     

১৫) কোন বৈজ্ঞানিক সমযোজী বন্ধনের ধারণা দেন ?

উত্তর :- লুইস       

১৬) ফায়ার আইস হলো 

উত্তর :- মিথেন হাইড্রেট 

১৭) ক্রিপস মিশন কোন সালে ভারতে এসেছিল ?

উত্তর :- 1942

১৮) নিচের ধাতু গুলির মধ্যে কোনটির ওজন সবচেয়ে কম 

উত্তর :- লিথিয়াম 

১৯) বহুব্রীহি সমাসের উদাহরণ নয় কোনটি ?

উত্তর :- সোনার তরী 

২০) IMF এর প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় ?

উত্তর :- EU 


  ধন্যবাদ
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


PDF File Details :-

PDF Name :- GK IN BENGALI DREAM NOT REAL

Language :- Bengali

File Size :- 731 KB

Click Here For Download




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...