Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন ?
উত্তর :- ইলতুৎমিস
২) লাখবক্স নামে কে পরিচিত ?
উত্তর :- কুতুবউদ্দিন আইবক
৩) সোমনাথ মন্দির কে লুঠ করেন ?
উত্তর :- সুলতান মামুদ
৪) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তর :- 17 বার
৫) ভারতের তোতা পাখি কাকে বলে ?
উত্তর :- আমির খুসরু
৬) দিল্লি সুলতানি সাম্রাজ্য শুরু হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর :- 1206 খ্রিস্টাব্দে
৭) প্রোটোপ্লাজম নামকরণ করেন ?
উত্তর :- পারকিনজি
৮) বন্দিবাসের যুদ্ধ কত সালে হয় ?
উত্তর :- 1760 সালে
৯) চৈতন্যচরিতামৃত রচনা করেন ?
উত্তর :- কৃষ্ণদাস কবিরাজ
১০) ঔরংজেব এর মৃত্যু হয় -
উত্তর :- 1707 সালে
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.