Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) মঙ্গল পান্ডে, যিনি একাই 1857 খ্রি বিদ্রোহ শুরু করেছিলেন, সম্পর্কিত ছিলেন
উত্তর :- 34তম নেটিভ পদাতিক থেকে
২) 1857 সালে ভারত বিদ্রোহের নেতা তাঁতিয়া টোপের আসল নাম কি ?
উত্তর :- রামচন্দ্র পাণ্ডুরং
৩) মহা জৈন পণ্ডিত হেমচন্দ্র কার দরবার সজ্জিত করেছিলেন ?
উত্তর :- কুমার পাল
৪)ভারতে সুফিধারার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- খাজা মঈনুউদ্দিন চিস্তী
৫) ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে ফ্যাটি কার্তুজ দ্বারা চালিত এনফিল্ড রাইফেলটি কখন চালু হয়েছিল ?
উত্তর :- জানুয়ারি 1857
৬) ওয়ান্ডিওয়াশের যুদ্ধ (1760) কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর :- ইংরেজ ও ফরাসি
৭) 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধে কে অংশ নেননি ?
উত্তর :- ভগৎ সিং
৮) ব্রাক্ষী লিপিটি প্রথম কে পড়েছিলন ?
উত্তর :- জেমস প্রিন্সেপ
৯) 1857 সালে বারেলি বিদ্রোহের নেতা কে ছিলেন -
উত্তর :- খান বাহাদুর
১০) নচিকেতা আখ্যানের উল্লেখ আছে -
উত্তর :- কাতোপনিষদে
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.