Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) ভূমধ্যসাগর ও লোহিত সাগর কে যুক্ত করেছে কোন খাল ?
উত্তর :- সুয়েজ খাল
২) আলমত্তি বাঁধ কোথায় আছে ?
উত্তর :- কর্ণাটক
৩) হাম্পি কোন নাদির তীরে অবস্থিত ?
উত্তর :- তুঙ্গভদ্রা
৪) নিন্মলিখিত কোনটি খারিফ শস্য নয় ?
উত্তর :- যব
৫) কাকলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- বিহার
৬) নিন্মলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমান সময় (IST) সূচিত করে ?
উত্তর :- 82.5 ডিগ্রি পূর্ব
৭) নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :- কৃষ্ণা
৮) আলোকবর্ষ কি ?
উত্তর :- আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব
৯) পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো -
উত্তর :- সুপিরিয়র হ্রদ
১০) কোনটি পৃথিবীর প্রাচীন ও গভীরতম স্বাদু জলের হ্রদ ?
উত্তর :- বৈকাল হ্রদ
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.