Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষন পর পর্যন্ত সূর্য কে দেখা যায়, কারণ কি ?
উত্তর :- বায়ুমণ্ডলের প্রতিসরণ
২) সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ?
উত্তর :- অশোক
৩) বেকিং সোডা হলো
উত্তর :- সোডিয়াম বাই কার্বনেট
৪) কোনটি শুল্ক্ মুক্ত বন্দর ?
উত্তর :- কান্দালা
৫) জার্মান সিলভার কোন ধাতুর সংমিশ্রণ ?
উত্তর :- দস্তা, তামা, নিকেল
৬) চোখের লেন্সে থাকে
উত্তর ক্রিস্টালিন
৭) জাহাঙ্গীর কোন শিখ গুরু কে মৃত্যদন্ড দিয়েছিলন ?
উত্তর :- গুরু অর্জুন
৮) সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী -
উত্তর :- ইউগ্লিনা
৯) মানুষের সুষুষ্মা স্নায়ুর সংখ্যা কত ?
উত্তর :- 31 জোড়া
১০) কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের ওপর নির্ভর করে না ?
উত্তর :- ডায়নামো
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.