Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয় ?
উত্তর :- অর্নিথিন চক্র
২) জৈন ধর্মে "সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান"- এই তিনটিকে একত্রে কি বলা হয় -
উত্তর :- ত্রিরত্ন
৩) টাংস্টেন তারের গলনাঙ্ক কত ?
উত্তর :- প্রায় 3400 ডিগ্রি C
৪) সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
উত্তর :- কারাকোরাম রেঞ্জ
৫) মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রন সংখ্যা কত ?
উত্তর :- ১০ লক্ষ
৬) সংবিধানের 25 ধারায় দেওয়া আছে ?
উত্তর :- ধর্মীয় অধিকার
৭) কোন প্রাণী শরীর থেকে ইউরিক অ্যাসিডসিড নিঃসরণ করে ?
উত্তর :- চড়ুই
৮) কোন প্রাচীন ভারতীয় পুঁথিকে দর্শনের পুঁথি বলা হয় ?
উত্তর :- উপনিষদ
৯) সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?
উত্তর :- বুধ
১০) নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন ?
উত্তর :- অ্যাড্রিনালিন
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.