Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি ?
উত্তর :- চিল্কা হ্রদ
২) বিলীয়মান রঙ তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কি লাগে ?
উত্তর :- ফেনপথ্যালিন
৩) আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে ?
উত্তর :- পশ্চিম থেকে পূর্ব
৪) মেন্ডেলিফের পর্যায় সারণিতে শেষতম মৌল কোনটি ?
উত্তর :- নেপচুনিয়াম
৫) অ্যামিবার প্রজনন পদ্ধতির নাম কি ?
উত্তর :- দ্বিবিভাজন
৬) ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে রয়েছে
উত্তর :- মোহো বিযুক্তি
৭) কোনটির কেবল বিস্তার আছে কিন্তু দিক নেই ?
উত্তর :- কার্য
৮) স্বধীনতার পূর্বে প্রথম ভারতীয় রেল মন্ত্রী কে ছিলেন ?
উত্তর :- আসিফ আলী
৯) কুনিক উপাধিতে কে ভূষিত ছিলেন ?
উত্তর :- অজাতশত্রু
১০) গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উত্তর :- দ্বিতীয় জীবিত গুপ্ত
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.