Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর :- রাজস্থান
২) "টোডা" উপজাতি কোথায় বসবাস করে ?
উত্তর :- নীলগিরি পর্বত
৩) কম্পিউটার শব্দটি এসেছে -
উত্তর :- গ্রিক শব্দ থেকে
৪) দক্ষিণী তাজ (Taj of Decan) নামে পরিচিত -
উত্তর :- বিবি কে মোকবরা
৫) কনৌজের গ্রহবর্মন কোন বংশের শাসক ছিলেন ?
উত্তর :- মৌখরী বংশ
৬) ভারতের কোথায় জাফরান চাষ হয় ?
উত্তর :- কারেওয়া টেরেস
৭) মল্লিকার্জুন কোন দেবতার মন্দির -
উত্তর :- শিব
৮) ভারতীয় ইতিহাসে কে / কারা "কিং মেকার " হিসাবে পরিচিত ?
উত্তর :- সৈয়দ ভ্রাতৃদ্বয়
৯) আলফা রশ্মির আধানের প্রকৃতি -
উত্তর :- ধনাত্মক
১০) অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন করেছিল ?
উত্তর :- পাটলিপুত্র
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.