Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ?
উত্তর :- কাস্পিয়ান সাগর
২) দৈঘ্যের দিক থেকে বৃহত্তম পর্বতমালা কোনটি
উত্তর :- আন্দিজ
৩) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর :- রাজেন্দ্র প্রসাদ
৪) "জাতীয় পরিকল্পনা কমিটি " কত সালে গঠিত হয় ?
উত্তর :- 1938
৫) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়
উত্তর :- 1951
৬) GDP এর Full Form কি ?
উত্তর :- Gross Domestic Product
৭) যোজনা কমিশন (Planing Commission) কবে গঠিত হয় ?
উত্তর :- 1950 সালে 15 মার্চ
৮) খাজ্জিযার লেক কোথায় আছে ?
উত্তর :- হিমাচল প্রদেশ
৯) লিভার পুল শহর কোন নদীর তীরে অবস্থিত
উত্তর :- মার্সে
১০) পুস্কর ভ্যালি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?
উত্তর :- লুনি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.