Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) থর এক্সপ্রেস ভারতের কোথায় থেকে প্রথম চলাচল শুরু করে ?
উত্তর :- যোধপুর
২) ইনফিল্ট্রেশন থিওরি কে দিয়েছিলেন ?
উত্তর :- মেকলে
৩) প্রার্থনা সমাজ কি আদর্শে বিশ্বাসী ছিল ?
উত্তর :- এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল
৪) ভারত সভা কি কাজ করেনি ?
উত্তর :- কৃষক বিদ্রোহতে সাহায্য করা
৫) হান্টার কমিশনের উদ্দেশ্য কি ?
উত্তর :- ভারতের উচ্চ শিক্ষার অগ্রগতি
৬) জমিদার সভা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1838
৭) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- ডেভিড হেয়ার
৮) মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1906
৯) কার্লাইল সার্কুলার জারি হয় কেন ?
উত্তর :- ছাত্রদের স্বদেশী আন্দোলন থেকে দূরে রাখতে
১০) সুরাট অধিবেশনের তাৎপর্য কি ?
উত্তর :- কংগ্রেসে নরম ও চরম পন্থীদের মধ্যে বিরোধ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.