Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) অসহযোগ আন্দোলনের কারণ কি ?
উত্তর :- চৌরিচৌরা ঘটনা
২) পাটুলিপুত্র কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- উদয়ন
৩) "গদর পার্টি "কোথায় ও কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- আমেরিকা, 1913
৪) নিন্মলিখিত কোন নেতা কংগ্রেসের চরম পন্থী দলের অন্তর্ভুক্ত ?
উত্তর :- অরবিন্দ ঘোষ
৫) কে "মুদ্রারাক্ষস "গ্রন্থের লেখক ?
উত্তর :- বিশাখদত্ত
৬) "পাকিস্তান " শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তর :- রহমত আলী
৭) ভারতীয় জাতীয় প্রতীক লিখিত "সত্যমেব জয়তে" কথাটির উৎস -
উত্তর :- মুণ্ডক উপনিষদ
৮) স্বাধীনতা সংগ্ৰামীদের মধ্যে কে "শের-ই-পাঞ্জাব" নাম পরিচিত ?
উত্তর :- লালা লাজপত রাই
৯) কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ?
উত্তর :- লর্ড ক্যানিং
১০) মহাত্মা গান্ধী কত সালে ভারতে আসেন ?
উত্তর :- 1915


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.