ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধীস্থলের তালিকা - List of Famous Indian Burial Grounds in Bengal
![]() |
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধীস্থলের তালিকা - List of Famous Indian Burial Grounds in Bengal |
👉 Dream Not Real
নমস্কার বন্ধুরা ,
আজ আমার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি , স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ টপিক হিসাবে ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধীস্থলের তালিকা। যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন প্রায়শই এসে থাকে। তাই তোমরা ভালো করে এই তালিকাটি দেখে নাও এবং চাইলে খাতায় লিখে নিতে পারো। কারণ এই স্থান নয় প্রায় সব পরীক্ষায় একটা প্রশ্ন থাকে ,তাই সময় নষ্ট না করে দেখে নাও।
★
আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি তোমাদের সামনে নিয়ে
আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার
জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করে নিতে পারো ।
► ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলের তালিকা ◄
| ব্যক্তি | সমাধিস্থল |
|---|---|
| বি.আর. আম্বেদকর | চৈত্যভূমি |
| মহাত্মা গান্ধী | রাজঘাট |
| রাজা রামমোহন রায় | ব্রিস্টল |
| জওহরলাল নেহরু | শান্তিবন |
| ড. রাজেন্দ্র প্রসাদ | মহাপ্রয়াণ ঘাট |
| লাল বাহাদুর শাস্ত্রী | বিজয় ঘাট |
| জগজীবন রাম | সমতাস্থল |
| ইন্দিরা গান্ধী | শক্তিস্থল |
| চন্দ্রশেখর | ঐকতাস্থল |
| চরণ সিং | কিষাণ ঘাট |
| রাজীব গান্ধী | বীরভূমি |
| মমতাজ | তাজমহল |
| বাবর | কাবুল |
| জাহাঙ্গীর | লাহোর |
| আলেকজান্ডার | মিশর |
| আকবর | সেকেন্দ্রা |
| শেরশাহ | সাসারাম |
| নানাসাহেব | মরভি |
| মোরারজী দেশাই | অভয়ঘাট |


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.