Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ফলের অস্থায়ী পতন রুখতে কি ব্যবহার করা হয় ?
উত্তর :- অক্সিন হরমোন দিয়ে
২) আন্তর্জাতিক ক্রিকেট ব্যাটের সর্বাধিক দৈঘ্য কত ?
উত্তর :- 38 ইঞ্চি
৩) মহাত্মা গান্ধীকে কে মিকি মাউস আখ্যা দেন ?
উত্তর :- সরোজিনী নাউডু
৪) মদ্র রাজ্ শল্যকে কে হত্যা করেন ?
উত্তর :- যুধিষ্ঠির
৫) বৌধেয় কার পুত্র ছিলেন ?
উত্তর :- যুধিষ্ঠির
৬) কাকে ভারতের অটিলা বলা হয় ?
উত্তর :- মিহিরকুল
৭) বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়
উত্তর :- 28 সেপ্টেম্বর
৮) কর্ণের পালিত মাতা কে ?
উত্তর :- রাধা
৯) আলোর গতিবেগ, মাধ্যমের তাপমাত্রা বাড়লে কি পরিবর্তন হয় ?
উত্তর :- একই থাকে
১০) দেহের কোন অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হবে ?
উত্তর :- সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.