Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1857 সালে
২) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর :- সূর্য সেন
৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :- লর্ড লিনলিথগো
৪) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয় ?
উত্তর :- 1932 সালে
৫) শ্বেতাম্বর ও দিগম্বর জাতি দেখা যায় -
উত্তর :- জৈন ধর্মে
৬) কংগ্রেসের কোন অধিবেশনে ভারতছাড়ো আন্দোলনের শপথ নেওয়া হয় ?
উত্তর :- বোম্বে
৭) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :- লর্ড ডাফরিন
৮) শিল্পকলা কোন বেদের অন্তর্ভুক্ত ?
উত্তর :- অর্থববেদ
৯) স্বর্ণ মন্দির তৈরির জন্যে কোন মোগল সম্রাট জমি দিয়েছিলেন ?
উত্তর :- আকবর
১০) নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ?
উত্তর :- প্রথম কুমার গুপ্ত
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.