Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) বিলীয়মান রঙে প্রধান উপাদান কোনটি ?
উত্তর :- NH4OH
২) জাতীয় গ্রাহক অধিকার (National Consumer Rights) দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 24 December
৩) নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?
উত্তর :- অমরকন্টক মালভূমি
৪) কোন বিজ্ঞানী হাইড্রোজেনের নামকরণ করেন ?
উত্তর :- লাভসিয়ের
৫) নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- মহাপদ্ম নন্দ
৬) কোন ধাতুটি ভিটামিন B -১২ এ পাওয়া যায় ?
উত্তর :- Co
৭) যে মৌলটি জলে সংরক্ষণ করা হয় -
উত্তর :- White-p
৮) ভোল্টমিটারের কোনটি তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয় ?
উত্তর :- গ্যাস কার্বন , গ্রাফাইট , নিকেল (সব গুলি)
৯) RCB / WBC গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে -
উত্তর :- নিউবার হিমোসাইটোমিটার
১০) লজ্জাবতী পাতার চলন কি প্রকার চলন ?
উত্তর :- সিসমোন্যাস্টি
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.