Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর :- কানপুর
২) "White Flag" শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
উত্তর :- যুদ্ধ বিরতির প্রতীক
৩) ভারতের কোন মহিলা প্রথম অলিম্পিক পদক পান ?
উত্তর :- কর্ণম মলেশ্বরী
৪) "ইপ্পোন" শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- জুডো
৫) গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন ?
উত্তর :- বি এন রাও
৬) "বার্কার কাপ" কোন খেলার সাথে জড়িত ?
উত্তর :- বক্সিং
৭) কে প্রস্তাবনাকে "Political Horoscope" বলে উল্লেখ করেছেন ?
উত্তর :- কে এম মুন্সি
৮) FIFA এর সদরদফতর কোথায় অবস্থিত ?
উত্তর :- জুরিচ
৯) প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব হয়েছে নিন্মের কার দেহে ?
উত্তর :- হাইড্রা
১০) রাজস্থানের মরু অঞ্চলের বালিয়ারি গুলিকে বলা হয় -
উত্তর :- ধ্রিয়ান
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.