Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) জিপসাম যে ধাতুর আকরিক -
উত্তর :- ক্যালশিয়াম
২) নিন্মলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় ?
উত্তর :- ইরিডিয়াম
৩) লেড পেন্সিল থাকে -
উত্তর :- গ্রাফাইড
৪) যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় -
উত্তর :- ভিটামিন C
৫) অ্যাসিড নীল লিটমাস কে রূপান্তরিত করে
উত্তর :- লাল বর্ণে
৬) কোন গ্যাসটি হিমায়নের জন্যে ব্যবহার হয়
উত্তর :- অ্যামোনিয়া
৭) কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়
উত্তর :- সোডিয়াম
৮) পৃথিবীর কেন্দ্রে g এর মান কত ?
উত্তর :- শূন্য
৯) বরফের গলনের লিনতাপ কত ?
উত্তর :- 80 ক্যালোরি/গ্রাম
১০) নিচের কোনটি উৎসেচক নয়
উত্তর :- ট্রিপসিন
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.