100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৭ মার্চ ২০২১

100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real

 

100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams 


GK%2BDREAM%2BNOT%2BREAL
500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

👉 Dream Not Real
          নমস্কার বন্ধুরা ,

                                 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা আপনাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে, যেমন -

WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.


আমরা আশা করবো, এই প্রশ্ন গুলো, আপনাদের আগামী সব পরিক্ষায় সাহায্য করবে।


★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 

👉 নিচে PDF link দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিন । 

►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


১) কত সালে ফরাসি বিদ্রোহ হয়েছিল ?

উত্তর :- 1789 সালে 

২) ভারতের অর্থনৈতিক রাজধানী কোনটি ?

উত্তর :- মুম্বাই     

৩) পুরন্দরের সন্ধি কবে হয় ?

উত্তর :- 1665 সালে 

৪)  ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয় ?

উত্তর :- 1784 সালে 

৫) বাংলাতে প্রথম কে চলচ্চিত্রের নির্মাণ করেন ?

উত্তর :- জে এফ ম্যাডন    

৬) ভারতের রাষ্ট্রপতি হতে গেলে নূন্যতম বয়সের প্রয়োজন হয় ?

উত্তর :- 35 বছর 

৭)  "বর্তমান ভারত" এই গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর :- স্বামী বিবেকানন্দ   

৮) তাজমহল কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা পায় ?

উত্তর :- 1983 সালে

৯) "কোঠারি কমিশন" কিসের সাথে যুক্ত ?

উত্তর :- শিক্ষানীতি    

১০) ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

উত্তর :- তামিলনাড়ু    


১১) কোন দেশকে "সোনালি আঁশের দেশ" বলা হয় ?

উত্তর :- বাংলাদেশ 

১২) টেলিফোনের সাথে কম্পিটারের সংযোগ ঘটায় নিচের কোনটি ?

উত্তর :- মোডেম  

১৩) কোনটি প্রথম ভারতীয় চলচ্চিত্র ?

উত্তর :- রাজা হরিশচন্দ্র  

১৪) সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত ?

উত্তর :- কানাডা      

১৫) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :- দন্তিদুর্গ    

১৬) কোন দেশে প্রথম পরিবহন ব্যবস্থা চালু হয় ?

উত্তর :- ইংল্যান্ড     

১৭) "বজ্রসূচি" কার রচনা ?

উত্তর :- অর্শ্বঘোষ   

১৮) আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন ?

উত্তর :- অরবিন্দ ঘোষ    

১৯) "দহন" উপন্যাসটি কার লেখা ?

উত্তর :- সুচিত্রা ভট্টাচার্য     

২০)  1 GB = কত MB ?

উত্তর :- 1024 MB


২১) UNICEF এর সদর দফতর কোথায় ?

উত্তর :- নিউ ইয়র্ক    

২২) ওজন পরিমাপের একক ?

উত্তর :- গ্রাম 

২৩)  " জয় জওয়ান, জয় কিষান " -এই উক্তিটি কার ?

উত্তর :- লাল বাহাদুর শাস্ত্রী  

২৪) " খালি পেটে ধর্ম হয় না " - উক্তিটি কার ?

উত্তর :- স্বামী বিবেকানন্দ    

২৫) হিন্দুস্থান পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর :- মদন মোহন মালব্য 

২৬) সতীদাহ প্রথা কে নিবারণ করেন ?

উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিং 

২৭) মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ?

উত্তর :- হেমোসেপিয়ান্স    

২৮) বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :- প্রফুল্ল চন্দ্র রায় 

২৯) কালিদাস কার সভাকবি ছিলেন ?

উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত    

৩০) সবচেয়ে ক্ষুদ্রতম মেমরি একক হলো -

উত্তর :- বিটা   


৩১) কোন বলের প্রয়োগ বিন্দুর সরণ না হলে কৃতকার্য -

উত্তর :- শূন্য হবে       

৩২) 1 গ্রাম সেন্টিমিটার = কত আর্গ ?

উত্তর :- 981 আর্গ         

৩৩) কার্য করার হারকে কি বলে ?

উত্তর :- ক্ষমতা     

৩৪) SI পদ্ধতিতে কার্যের পরম একক হলো -

উত্তর :- জুল  

১৩৫) 1 অর্শ্ব ক্ষমতা = কত ওয়াট ?

উত্তর 746 ওয়াট 

৩৬) বোম্বাইয়ে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- 1875 সালে 

৩৭) ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?

উত্তর :- লর্ড মেয়ো 

৩৮) নিন্মলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি ?

উত্তর :- তাপ্তি নদী     

৩৯) বঙ্গবিভাগ কার্যকরী হওয়ার তারিখ কি ছিল ?

উত্তর :- 16 ই অক্টোবর 1905      

৪০) কোন তরলের আপেক্ষিক তাপের মান সবচেয়ে বেশি ?

উত্তর :- জল   


৪১) প্রথম শিখ গুরুর নাম কি ?

উত্তর :- গুরু নানক   

৪২) মালয়েশিয়ার জাতীয় খেলা কোনটি ?

উত্তর :- ব্যাডমিন্টন  

৪৩) প্রজাপতির রেচন অঙ্গের নাম কি ?

উত্তর :- ম্যালপিজিয়ান নালিকা     

৪৪) মৌমাছি কোন সাহিত্যিকের ছদ্মনাম ?

উত্তর :- বিমল ঘোষ      

৪৫) কাকে রাসায়নিক দূত বলা হয় ?

উত্তর :- হরমোন    

৪৬) মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর কোন শিল্পের জন্যে বিখ্যাত ?

উত্তর :- মোটর গাড়ি    

৪৭) কম্পিউটারের জনক কাকে বলা হয় ?

উত্তর :- চার্লস ব্যাবেজ  

৪৮) ভারতের রূঢ় কাকে বলা হয় ?

উত্তর :- দুর্গাপুর       

৪৯) নিচের কোন  মৌলটি ক্লোরোফিলে থাকে ?

উত্তর :- ম্যাগনেশিয়াম   

৫০) UNWTO এর সদরদফতর কোথায় ?

উত্তর :- মাদ্রিদ 


৫১) কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করে হয়েছিল ?

উত্তর :- 30 জানুয়ারি 1948 সালে 

৫২) মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক কে ?

উত্তর :- বিশাখদত্ত  

৫৩) কোন দেশে অলিখিত সংবিধান আছে ?

উত্তর :- গ্রেট ব্রিটেন 

৫৪) বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ?

উত্তর :- নবদ্বীপ  

৫৫) পঞ্চ নদের দেশ কাকে বলা হয় ?

উত্তর :- পাঞ্জাব      

৫৬) ক্যাঙ্গারুর দেশ কাকে বলে ?

উত্তর :- অস্ট্রেলিয়া   

৫৭) সাত পাহাড়ের শহর কোনটি ?

উত্তর :- রোম

৫৮) হাইড পার্ক কোথায় অবস্থিত ?

উত্তর :- লন্ডন    

৫৯) জাপানের মুদ্রার নাম কি ?

উত্তর :- ইয়েন 

৬০) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন ?

উত্তর :- হরিলাল জে কানাইয়া      


৬১) রাজ্যে আইনসভা কি কি নিয়ে গঠিত ?

উত্তর :- বিধানসভা, বিধানপরিষদ ও রাজ্যপাল 

৬২) ভারতেরকোন রাজ্যটি প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয় ?

উত্তর :- অন্ধ্রপ্রদেশ      

৬৩) বর্তমানে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত ?

উত্তর :- 5 বছর 

৬৪) ব্লক স্তরের পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানকে কি বলা হয় ?

উত্তর :- পঞ্চায়েত সমিতি     

৬৫) নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে ?

উত্তর :- সংসদের      

৬৬) পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত ?

উত্তর :- 294 টি 

৬৭) সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপালের কাছে রাজ্য পরিচালনার ক্ষমতা থাকে ?

উত্তর :- 153 ধারা 

৬৮) বিধানসভার অধিবেশন কে আহবান করেন ?

উত্তর :- রাজ্যপাল  

৬৯) কোন প্রদেশের রাজ্যপাল বিধানসভায় মহিলা প্রার্থীদের মনোনীত করেন ?

উত্তর :- মনিপুর     

৭০) কোন ধারা জম্মু ও কাশ্মীর থেকে তুলে নেওয়া হলো ?

উত্তর :- 35(A) ও 370  ধারা 


৭১) রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল কত সালে ?

উত্তর :- 1783 সালে 

৭২) নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?

উত্তর :- অমরকন্টক মালভূমি     

৭৩) বিদারার যুদ্ধ হয়েছিল কত সালে ?

উত্তর :- 1759 সালে 

৭৪) ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা পাওয়া যায় ?

উত্তর :- ঝাড়খন্ড  

৭৫) বন্দিবাসের সন্ধি হয়েছিল কত সালে ?

উত্তর :- 1760 সালে 

৭৬) ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা হলো ?

উত্তর :- কোচিন শিপইয়ার্ড ,কোচিন     

৭৭) আরবরা সিন্ধু জয় করে কত সালে ?

উত্তর :- 712 সালে 

৭৮) হর্ষবর্ধনের মৃত্যু হয় কত সালে ?

উত্তর :- 647 সালে 

৭৯) বল্লাল সেন কত সালে সিংহাসনে আরোহন করেন ?

উত্তর :- 1158 সালে 

৮০) গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল ?

উত্তর :- রাহুল  


৮১) ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা অসাংবিধানিক বলা আছে ?

উত্তর :- 17 নং ধারায় 

৮২) ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন ঘটনার কথা উল্লেখিত আছে ?

উত্তর :- 280 নং ধারায় 

৮৩) ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার দেওয়া হয় ?

উত্তর :- 19 নং ধারায় 

৮৪) ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন ?

উত্তর :- ড. বি. আর. আম্বেদকর    

৮৫) উপ রাষ্ট্রপতি হওয়ার জন্যে নূন্যতম বয়স কত প্রয়োজন ?

উত্তর :- 35 বছর 

৮৬) অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও ____ জন সদস্য নিয়ে ?

উত্তর :- চার জন 

৮৭) কোন প্রধানমন্ত্রী পদে থাকাকালীন একদিনও সংসদে যাননি ?

উত্তর :- চৌধুরী চরণ সিং 

৮৮) নিন্মলিখিত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?

উত্তর :- এটর্নি জেনারেল  

৮৯) কে সর্বপ্রথম ভারতের উপ প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর :- সর্দার বল্লভভাই প্যাটেল 

৯০) ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় ?

উত্তর :- 25 নং ধারায় 


৯১) কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট "লেখ (Writ)" জারি করতে পারে ?

উত্তর :- 226 নং আর্টিকেলে 

৯২) কোথায় থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছিল ?

উত্তর :- আয়ারল্যান্ড থেকে     

৯৩) হাইকোর্টের বিচারপতি কত বছরে অবসর গ্রহণ করেন ?

উত্তর :- 62 বছর 

৯৪) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্যে কার অনুমতির প্রয়োজন ?

উত্তর :- রাজ্যপালের 

৯৫) পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নয় ?

উত্তর :- রাজ্যসভার     

৯৬) বিধানসভায় সর্বোচ্চ সদস্য কত হতে পারে ?

উত্তর :- 500 

৯৭) লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

উত্তর :- গনেশ বাসুদেও মাভলংকার    

৯৮) লোকসভার একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নূন্যতম কত শতাংশ আসন পেতে হয় ?

উত্তর :- ১০ 

৯৯) কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পথ করান ?

উত্তর :- সুপ্রিম কোটের প্রধান বিচারপতি       

১০০) মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কত হবে তা কে নির্ধারণ করেন ?

উত্তর :- প্ৰধানমন্ত্ৰী   


PDF File Details :-

PDF Name :- 100 GK SET BY DNR

Language :- Bengali

File Size :- 587 KB

Click Here To Download



  ধন্যবাদ 

💘 আবার আসুন 💘

😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...