100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams
![]() |
| 500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
আজ আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা তোমাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে যেমন -
WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.
১) সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস -
উত্তর :- হিলিয়াম
২) স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু -
উত্তর :- পারদ
৩) বায়ুমন্ডলে উপস্থিত সর্বাধিক মৌল -
উত্তর :- নাইট্রোজেন
৪) গোবর গ্যাসে কি কি থাকে -
উত্তর :- মিথেন, কার্বন ডাই অক্সাইড ,হাইড্রোজেন
৫) একটি তীব্র অ্যাসিড -
উত্তর :- HNO3
৬) বোস সংখ্যায়ন তত্ত্ব কে দেন ?
উত্তর :- সত্যেন্দ্রনাথ বসু
৭) E=mc2 সূত্রটি কে দেন ?
উত্তর :- আইনস্টাইন
৮) পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে দেন ?
উত্তর :- রবার্ট হুক
৯) প্রোটন কণা কে আবিষ্কার করেন ?
উত্তর :- রাদারফোর্ড
১০) হিরে সহ মূল্যবান পাথর মাপার একক কি ?
উত্তর :- ক্যারেট
১১) গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর :- কানপুর
১২) "White Flag" শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
উত্তর :- যুদ্ধ বিরতির প্রতীক
১৩) ভারতের কোন মহিলা প্রথম অলিম্পিক পদক পান ?
উত্তর :- কর্ণম মলেশ্বরী
১৪) "ইপ্পোন" শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- জুডো
১৫) গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন ?
উত্তর :- বি এন রাও
১৬) "বার্কার কাপ" কোন খেলার সাথে জড়িত ?
উত্তর :- বক্সিং
১৭) কে প্রস্তাবনাকে "Political Horoscope" বলে উল্লেখ করেছেন ?
উত্তর :- কে এম মুন্সি
১৮) FIFA এর সদরদফতর কোথায় অবস্থিত ?
উত্তর :- জুরিচ
১৯) প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব হয়েছে নিন্মের কার দেহে ?
উত্তর :- হাইড্রা
২০) রাজস্থানের মরু অঞ্চলের বালিয়ারি গুলিকে বলা হয় -
উত্তর :- ধ্রিয়ান
২১) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ?
উত্তর :- 1913 সালে
২২) কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ?
উত্তর :- বিজ্ঞান
২৩) ভারতের কোন উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় ?
উত্তর :- করমন্ডল
২৪) নিন্মলিখিত তরঙ্গ গুলির মধ্যে কার কম্পাঙ্ক সবচেয়ে কম -
অতিবেগুলি রশ্মি , এক্স রশ্মি , অবলোহিত রশ্মি ,রেডিও তরঙ্গ
উত্তর :- রেডিও তরঙ্গ
২৫) The Black Death কোন রোগকে বলা হয় ?
উত্তর :- প্লেগ
২৬) রাজ্যসভার সদস্যদের কাজকাল কত ?
উত্তর :- 6 বছর
২৭) আখে উপস্থিত শর্করা রাসায়নিক নাম কি ?
উত্তর :- সুক্রোজ
২৮) রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম হলো -
উত্তর :- অনুচক্রিকা
২৯) ভিনিগারের প্রধান উপাদান কি ?
উত্তর :- অ্যাসিটিক অ্যাসিড
৩০) কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে ?
উত্তর :- পাললিক শিলা
৩১) "গ্রান্ড ক্যানিয়ন অব বেঙ্গল" কাকে বলা হয় ?
উত্তর :- গণ গনি
৩২) চা চাষে পশ্চিমবঙ্গ ভারতে কততম ?
উত্তর :- 2য় স্থানে
৩৩) অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তর :- পুরুলিয়া
৩৪) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি ?
উত্তর :- পশ্চিম বর্ধমান
৩৫) পশ্চিমবঙ্গে মোট কতগুলো জেলা আছে ?
উত্তর :- 23 টি জেলা (1 March 2021 তারিখ পর্যন্ত )
৩৬) পশ্চিমবঙ্গের কটি ইস্পাত কেন্দ্র SAIL এর অন্তর্গত -
উত্তর :- 2 টি (দুর্গাপুর ও বার্নপুর)
৩৭) পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত কোনটি ?
উত্তর :- সান্দাকফু (উচ্চতা 3636 মিটার)
৩৮) পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বনিন্ম ?
উত্তর :- কালিম্পঙ (5400/বর্গ কিমি )
৩৯) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :- গঙ্গা
৪০) পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলার নাম কি ?
উত্তর :- বাঁকুড়া (6882 বর্গ কিমি)
৪১) লালারস নিম্নের কোনটি পরিপাকে সাহায্য করে ?
উত্তর :- স্টার্চ
৪২) ব্যাটমিন্টন খেলার প্রথম প্রচলনকারী দেশ কোনটি ?
উত্তর :- ভারত
৪৩) ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয় ?
উত্তর :- 1896 সালে
৪৪) স্যার টমাস রো কার দরবারে এসেছিলন ?
উত্তর :- জাহাঙ্গীর
৪৫) কোন মুগল সম্রাট "গাজী" উপাধি ধারণ করেছিলেন ?
উত্তর :- জাহাঙ্গীর
৪৬) "অমিত্রঘাত" উপাধি কে গ্রহণ করেন ?
উত্তর :- বিন্দুসার
৪৭) কোন দেশে প্রথম শীতকালীন অলিম্পিক গেমস আয়োজিত হয়েছিল ?
উত্তর :- চামোনিক্স
৪৮) রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপতি হয় ?
উত্তর :- 1953 সালে
৪৯) কতসালে ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা করা হয় ?
উত্তর :- 2001 সালে
৫০) ফরাসি উপনিবেশ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয় ?
উত্তর :- 1954 সালে
৫১) মেগাস্থিনিস কে ছিলেন ?
উত্তর :- সেলুকাসের রাষ্ট্রদূত (তিনি চন্দ্রগুপ্ত মৌয্যের সময় ভারতে আসেন (প্রায় 302-288 খ্রি.পূ.)
৫২) হাইকোর্টের সর্বপ্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তর :- লীলা শেঠ (তিনি প্রথম হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি ছিলেন)
৫৩) নিচের কোন কোষকে "মানবদেহের সেনা" বলা হয় ?
উত্তর :- শ্বেত রক্তকণিকা (13-20 দিন জীবিত থাকে)
৫৪) নিচের কোন হাড়টি "Shank Bone" নামে পরিচিত ?
উত্তর :- টিবিয়া
৫৫) নিচের কোনটি উত্তপ্ত করলে "প্লাস্টার অফ প্যারিস" উৎপন্ন হবে ?
উত্তর :- জিপসাম
৫৬) বিশ্ব শান্তি স্তূপ কোন রাজ্যে আছে ?
উত্তর :- বিহার
৫৭) ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয় ?
উত্তর :- ছোটনাগপুর মালভূমি
৫৮) ইংরেজি নাটকের জনক বলা হয় কাকে ?
উত্তর :- উইলিয়াম শেক্সপিয়ার
৫৯) "ঠান্ডা লড়াই" শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর :- বার্নার্ড বারুচ (ঠান্ডা যুদ্ধ হয় 1947-1991)
৬০) বোতলের ছিপি খোলার যন্ত্র কোন শ্রেণীর লিভার ?
উত্তর :- দ্বিতীয়
৬১) কোন হরমোন উদ্ভিদ কে বৃদ্ধিতে সহায়তা করে ?
উত্তর :- অক্সিন হরমোন
৬২) মানবদেহের জ্বালানি হিসাবে কাজ করে কোনটি ?
উত্তর :- শর্করা
৬৩) "স্কুল বুক সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- ডেভিড হেয়ার
৬৪) ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব কে পান ?
উত্তর :- বিশ্বনাথ আনন্দ
৬৫) দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর :- চলচিত্র
৬৬) ভারতের রোম কাকে বলা হয় ?
উত্তর :- দিল্লি
৬৭) ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি ?
উত্তর :- ফ্লাজেলা
৬৮) সংসদীয় পদ্ধতিতে "গিলোটিনের" অর্থ কি ?
উত্তর :- বিলের বিতর্ক বন্ধ করা
৬৯) নিচের কোন প্রাণী গমনে অক্ষম ?
উত্তর :- সাগরকুসুম
৭০) অ্যামিবার গমন অঙ্গের অন্য কি ?
উত্তর :- ক্ষনপদ
৭১) কোন সংস্থা করোনা কে মহামারী হিসাবে ঘোষণা করেছে ?
উত্তর :- WHO (World Health Organization)
৭২) "সেরিকালচার" শব্দটি কোন চাষের সাথে জড়িত ?
উত্তর :- রেশম
৭৩) মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন ?
উত্তর :- 1915 সালে
৭৪) প্যারাসেমিয়াম এর গমন অঙ্গের নাম কি ?
উত্তর :- সিলিয়া
৭৫) কোন আন্দোলন ব্যর্থ হওয়ার পরে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল ?
উত্তর :- অসহযোগ আন্দোলন
৭৬) কে প্রথম ভারতীয় মহাকাশচারী ?
উত্তর :- রাকেশ শর্মা
৭৭) জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 28 February
৭৮) "Butterfly Stroke" শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- সাঁতার
৭৯) দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর প্রকাশিত পত্রিকার নাম কি ?
উত্তর :- ইন্ডিয়ান ওপিনিয়ন
৮০) ভারতের প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ কোথায় খেলা হয় ?
উত্তর :- কলকাতা
৮১) মোঙ্গলিয়ার জাতীয় খেলা কি ?
উত্তর :- তীরন্দাজি
৮২) কোন শাসকের আমলে ইব্ন বতুতা ভারতে এসেছিলেন ?
উত্তর :- মহম্মদ বিন তুঘলক
৮৩) টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
উত্তর :- ভিটামিন E
৮৪) বিধবা বিবাহ আইন কবে পাশ হয় ?
উত্তর :- 1856 সালে
৮৫) গাদ্দি উপজাতির লোক কোথায় দেখা যায় ?
উত্তর :- হিমাচল প্রদেশ
৮৬) "ঘুমর" কোন রাজ্যের নৃত্য ?
উত্তর :- রাজস্থান
৮৭) দিল্লি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত হয় ?
উত্তর :- 69 তম সংবিধান সংশোধনী দ্বারা
৮৮) স্পিতি উপত্যকাটি কোথায় অবস্থিত রয়েছে ?
উত্তর :- হিমাচল প্রদেশ
৮৯) মহম্মদ বিন তুঘলকের পূর্ব নাম কি ছিল ?
উত্তর :- জুনা খাঁ
৯০) সিকিম ভারতের পূর্বাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কবে ?
উত্তর :- 1975 সালে
৯১) নিন্মলিখিত কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয় ?
উত্তর :- ক্রান্তি সংবাদপত্র
৯২) কোন বছর মহম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন ?
উত্তর :- 712 খ্রিস্টাব্দে
৯৩) ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উত্তর :- খন্দেশ (মহারাষ্ট্র)
৯৪) শ্রেনিক নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর :- বিম্বিসার
৯৫) নিষ্ক্রিয় গ্যাস গুলির মধ্যে কোনটির স্ফুটনাংক সবচেয়ে কম ?
উত্তর :- হিলিয়াম (He)
৯৬) কার্বোহাইড্রেট এর ক্ষুদ্রতম রূপ কোনটি ?
উত্তর :- গ্লুকোজ
৯৭) তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে ?
উত্তর :- বেকারেল
৯৮) কোন গ্রন্থে বন্দেমাতরম সংগীতটি রয়েছে ?
উত্তর :- আনন্দমঠ
৯৯) গ্রেট ভিক্টরিয়া মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর :- অস্ট্রেলিয়া
১০০) কোন কবি চারণকবি নামে পরিচিত ?
উত্তর :- মুকুল দাস
PDF File Details :-
PDF Name :- 100 GK
Language :- Bengali
File Size :- 539 KB
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.