100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams
![]() |
| 500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা আপনাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে, যেমন -
WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.
১) সুলতান মাহমুদ কবে গজনী সিংহাসনে বসেন ?
উত্তর :- 998 খ্রিস্টাব্দে
২) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের মধ্যে কে পরাজিত হয়েছিল ?
উত্তর :- আফগানদের
৩) আরবদের সিন্ধু আক্রমন কালে সিন্ধু রাজা কে ছিলেন ?
উত্তর :- দাহির
৪) সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত ?
উত্তর :- গুজরাট
৫) তঙ্কা ও জিতল প্রবর্তন করেছিলেন
উত্তর :- ইলতুৎমিস
৬) মেওয়ারের রানার সঙ্গে কোন মুঘল সম্রাটের "চিত্তর সন্ধি" স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর :- জাগাঙ্গীর
৭) মুঘলরা শিবাজীকে কোন শহরে বন্দি করে রেখেছিলেন ?
উত্তর ;- আগ্রা
৮) শাহজাহানের "রাজকবি" কে ছিলেন ?
উত্তর :- কলিম
৯) শিবাজীর গুরুর নাম কি ছিল ?
উত্তর :- রামদাস
১০) 40 চক্রের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর :- গিয়াসউদ্দিন বলবন
১১) পাহাড় কেটে নির্মিত বিখ্যাত কৈলাসনাথ মন্দিরটির নাম কি ?
উত্তর :- ইলোরা গুহা
১২) সুলতানি আমলে প্রথম স্বাধীন শাসক কে ছিলেন ?
উত্তর :- ইলতুৎমিশ
১৩) বাংলার আকবর কাকে বলা হয় ?
উত্তর :- আলাউদ্দিন হোসেন শাহ
১৪) ইক্তা প্রথা কে চালু করেন ?
উত্তর :- ইলতুৎমিশ
১৫) নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেন ?
উত্তর :- প্রথম কুমার গুপ্ত
১৬) গুপ্ত সাম্রাজ্যের অর্থশাস্ত্র কাকে বলা হয় ?
উত্তর :- নীতিসার
১৭) কোন দুই মোঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন ?
উত্তর :- জাহাঙ্গীর ও বাবর
১৮) অমৃতস্বরের স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্যে কোন মোঘল সম্রাট জমি দান করেন ?
উত্তর :- আকবর
১৯) নিন্মলিখিত কোন চাষটি সিন্ধু সভ্যতার মানুষের অজানা ছিল ?
উত্তর :- আখ
২০) সিন্ধু সভ্যতার কোন স্থানে কোন দুর্গ ছিল না ?
লতানে হরপ্পায় লোথালে
উত্তর :- সিন্ধু সভ্যতার সকল স্থানে দুর্গ ছিল। কারণ এটি একটি নগরকেন্দ্রিক সভ্যতা।
২১) ঋকবেদ কে রচনা করেন ?
উত্তর :- ধন্বন্তরি
২২) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন কে ?
উত্তর :- লর্ড ডাফরিন
২৩) ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয় ?
উত্তর :- 1907 সালে
২৪) কংগ্রেসের কোন অধিবেশনে ভারতছাড়ো আন্দোলনের শপথ নেওয়া হয় ?
উত্তর :- বোম্বে
২৫) তৃতীয় বৌদ্ধ সংগীত কোন সম্রাটের আমলে হয় ?
উত্তর :- অশোক
২৬) শ্বেতাম্বর ও দিগম্বর বিভক্ত ছিল কোন ধর্মে ?
উত্তর :- জৈন ধর্মে
২৭) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষণা করা হয় ?
উত্তর :- 1932 সালে
২৮) ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :- লর্ড লিনলিথগো
২৯) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর :- সূর্য সেন
৩০) RBI কবে প্রতিষ্ঠা করা হয় ?
উত্তর :- 1935 সালে
৩১) আরশোলার শ্বাসযন্ত্রটির নাম কি ?
উত্তর :- ট্রাকিয়া
৩২) শিবাজী বাঘনখ দ্বারা কাকে হত্যা করেছিলেন ?
উত্তর :- আফজল খাঁকে
৩৩) গাছের পাতা নেতিয়ে যাওয়া কে এক কথায় কি বলে ?
উত্তর :- উইলটিং
৩৪) কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে কি রোগ হয় ?
উত্তর :- এনথ্রাকসিস
৩৫) গুরু অঙ্গদের আসল নাম কি ছিল ?
উত্তর :- ভাই লেহনা
৩৬) "সালোকসংশ্লেষের অন্ধকার দশায় গ্লুকোজ উৎপাদিত হয় " - এটা লক্ষ্য করেন কে ?
উত্তর :- ব্ল্যাকম্যান
৩৭) কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায় ?
উত্তর :- যৌন জনন
৩৮) মুঘল আমলে কোন স্থানটি জরির কাজের জন্যে বিখ্যাত ছিল ?
উত্তর :- ফৈজাবাদ
৩৯) মহেরগর সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর বোলান নদী
৪০) অ্যালার্জেন যে রোগের জন্যে দায়ী তা হল -
উত্তর :- অ্যাজমা
৪১) " অভিনব ভারত " কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1904 সালে
৪২) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল ?
উত্তর :- বোম্বে
৪৩) কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- ওয়ারেন হেস্টিংস
৪৪) আকবরনামা কে রচনা করেন ?
উত্তর :- আবুল ফজল
৪৫) কল্লোল নাটকটি রচয়িতা কে ?
উত্তর :- উৎপল দত্ত
৪৬) রেশম চাষকে কি বলা হয় ?
উত্তর :- সেরিকালচার
৪৭) নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় ?
উত্তর :- টিটেনাস
৪৮) "জাল্লিকাট্টু" উৎসব কোথায় হয় ?
উত্তর :- তামিলনাড়ু
৪৯) "ব্যাকওয়াটার" কোন উপকূলে দেখতে পাওয়া যায় ?
উত্তর :- মালাবার
৫০) কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি যুগের অবসান ঘটে ?
উত্তর :- প্রথম পানিপথের যুদ্ধ
৫১) নিন্মলিখিত কোন ব্যক্তি দীন-ই-ইলাহীর একজন সদস্য হয়েছিলেলন ?
উত্তর :- রাজা বীরবল
৫২) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল ?
উত্তর :- লাহোর
৫৩) ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তর :- জে বি কৃপালিনী
৫৪) মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল ?
উত্তর :- কেরলে
৫৫) মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল ?
উত্তর :- 1921 সালে
৫৬) "হিন্দু মজদুর সংঘ" কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- গুলজারি লাল নন্দ
৫৭) "Drain of Wealth" বইয়ের লেখক কে ?
উত্তর :- দাদাভাই নৌরাজি
৫৮) 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেন ?
উত্তর :- সুরাট
৫৯) কে "দু-আসপা শি-আসপা" ব্যবস্থা চালু করেন ?
উত্তর :- জাহাঙ্গীর
৬০) কোন বছরে সুভাষচন্দ্র বসুর জার্মানিতে "মহানিষ্ক্রমণ" ঘটেছিল ?
উত্তর :- 1941 সালে
৬১) বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশিটির দ্বারা সূচিত হয় -
উত্তর :- প্রযুক্ত বল /ত্বরণ
৬২) একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে। বিন্দুটির -
উত্তর :- যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে
৬৩) সরল দোল-গতিতে গতিশক্তি -
উত্তর :- প্রতি পর্যায়ে দুইবার শূন্য হয়
৬৪) একটুকরো পাথর সুতোয় বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন -
উত্তর :-পাথরটি সর্বনিন্ম অবস্থায় থাকবে
৬৫) নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হল। মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে -
উত্তর :- পূর্বের উচ্চতায় উঠবে
৬৬) SI পদ্ধতিতে দৈঘ্যের একক -
উত্তর :- মিটার
৬৭) একটি মালবাহী ট্রাক ও খালি ট্রাক সমান বেগে চললেও মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়। এর থেকে কোন সূত্রটি প্রমাণিত হয় -
উত্তর :- নিউটনের দ্বিতীয় সূত্র
৬৮) যদি একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক হয়, তাহলে গতিশীল বস্তুটির ত্বরণ -
উত্তর :- ধ্রুবক
৬৯) নিন্মলিখিত ফোর্স গুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল ?
উত্তর :- গ্রাভিটেশনাল ফোর্স
৭০) দুটি বস্তু A ও B - এর ভর যথাক্রমে m ও 5m ।একই সময় ধরে সমান বল প্রয়োগ করলে -
উত্তর :- A ও B এর ভরবেগ সমান হবে
৭১) ভারতীয় প্রত্নত্ত্ব্যের জনক কাকে বলা হয় ?
উত্তর :- আলেকজান্ডার কানিংহাম
৭২) 1907 সালে "স্যার কার্জন উইলিকে" কে হত্যা করেন ?
উত্তর :- মদন লাল ধীংরা
৭৩) কে "অনুশীলন সমিতি" সংগঠিত করেছিলেন ?
উত্তর :- পি মিত্র
৭৪) কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডরমলের নাম যুক্ত ?
উত্তর :- জাবতী
৭৫) "তকাভি" বলতে কি বোঝায় ?
উত্তর :- কৃষক ঋণ
৭৬) ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয় -
উত্তর :- আইন অমান্য আন্দোলন
৭৭) কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয়েছিল ?
উত্তর :- লর্ড কর্নওয়ালিস
৭৮) বৌদ্ধধর্ম মোতে সকল দুঃখের কারণ হলো -
উত্তর :- তৃষ্ণা
৭৯) "ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ"- ভারত ভাগ সমন্ধে কে এই মন্তব্য করেছিলেন ?
উত্তর :- সইফুদ্দিন কিচলু
৮০) মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ?
উত্তর :- ফার্সি
৮১) নিন্মলিখিত কোন নদীটির দৈঘ্য সবচেয়ে বেশি ?
উত্তর :- ব্রহ্মপুত্র
৮২) কোন নদীতে "কানাডা ড্যাম" অবস্থিত ?
উত্তর :- ময়ূরাক্ষী
৮৩) বাংলার দুঃখ কাকে বলা হয় ?
উত্তর :- দামোদর
৮৪) সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায় ?
উত্তর :- মানস সরোবরের নিকটবর্তী সিন্ কা বাব নামক জলধারা
৮৫) নিন্মলিখিত নদী গুলির মধ্যে কোনটি বরফ গলা জলে পুষ্ট -
উত্তর :- গঙ্গা
৮৬) এর মধ্যে কোনটি গঙ্গার শাখা নদী ?
উত্তর :- পদ্মা
৮৭) নিন্মলিখিত নদীগুলির মধ্যে কোনটি অন্তঃপ্ৰবাহী নদী ?
উত্তর :- লুনি
৮৮) ভাগীরথী নদীর পূর্বাংশ কি নামে পরিচিত ?
উত্তর :- বাগড়ী
৮৯) তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তর :- জেমু
৯০) কোন নদী সাংপো ও দিহং নাম পরিচিত ?
উত্তর :- ব্রহ্মপুত্র
৯১) ভারতের কোন রাজ্যে প্রথম লাইকেন পার্ক স্থাপন করা হয়েছে ?
উত্তর :- উত্তরাখন্ড
৯২) ইন্টারনেট দুনিয়ায় ব্যবহৃত "URL" সম্পূর্ণ ফর্ম কি ?
উত্তর :- Uniform Resource Locator
৯৩) ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?
উত্তর :- 112 নং ধারা
৯৪) পক্ষী সংক্রান্ত বিদ্যা কে কি বলে ?
উত্তর :- অর্নিথলজি
৯৫) ভারতের সংবিধানের কোন ধারা ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করে ?
উত্তর :- 360 নং ধারা
৯৬) চর্ম রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উত্তর :- ডার্মাটোলজি
৯৭) "Moments" কার আত্মজীবনী মূলক গ্রন্থ ?
উত্তর :- Cristiano Ronaldo
৯৮) রক্তাল্পতা রোগ হয় কোন খনিজের অভাবে ?
উত্তর :- আয়রন
৯৯) মৃচ্ছকটিকা নাটকটি কার -
উত্তর :- শুদ্রক
১০০) ভিটামিন C এর অভাবে কোন রোগ হয় ?
উত্তর :- স্কার্ভি
PDF File Details :-
PDF Name :- 100 GK BY DNR
Language :- Bengali
File Size :- 566 KB
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.