Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) UNICEF এর সদর দফতর কোথায় ?
উত্তর :- নিউ ইয়র্ক
২) ওজন পরিমাপের একক ?
উত্তর :- গ্রাম
৩) " জয় জওয়ান, জয় কিষান " -এই উক্তিটি কার ?
উত্তর :- লাল বাহাদুর শাস্ত্রী
৪) " খালি পেটে ধর্ম হয় না " - উক্তিটি কার ?
উত্তর :- স্বামী বিবেকানন্দ
৫) হিন্দুস্থান পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- মদন মোহন মালব্য
৬) সতীদাহ প্রথা কে নিবারণ করেন ?
উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিং
৭) মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তর :- হেমোসেপিয়ান্স
৮) বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- প্রফুল্ল চন্দ্র রায়
৯) কালিদাস কার সভাকবি ছিলেন ?
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১০) সবচেয়ে ক্ষুদ্রতম মেমরি একক হলো -
উত্তর :- বিটা
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.