Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন বলের প্রয়োগ বিন্দুর সরণ না হলে কৃতকার্য -
উত্তর :- শূন্য হবে
২) 1 গ্রাম সেন্টিমিটার = কত আর্গ ?
উত্তর :- 981 আর্গ
৩) কার্য করার হারকে কি বলে ?
উত্তর :- ক্ষমতা
৪) SI পদ্ধতিতে কার্যের পরম একক হলো -
উত্তর :- জুল
৫) 1 অর্শ্ব ক্ষমতা = কত ওয়াট ?
উত্তর :- 746 ওয়াট
৬) বোম্বাইয়ে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1875 সালে
৭) ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?
উত্তর :- লর্ড মেয়ো
৮) নিন্মলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি ?
উত্তর তাপ্তি নদী
৯) বঙ্গবিভাগ কার্যকরী হওয়ার তারিখ কি ছিল ?
উত্তর :- 16 ই অক্টোবর 1905
১০) নিচের কোন তরলের আপেক্ষিক তাপের ম্যান সবচেয়ে বেশি ?
কেরোসিন, কার্বন টেট্রাক্লোরাইড , জল ও পেট্রল
উত্তর :- জল
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.