Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) রাজ্যে আইনসভা কি কি নিয়ে গঠিত ?
উত্তর :- বিধানসভা, বিধানপরিষদ ও রাজ্যপাল
২) ভারতেরকোন রাজ্যটি প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয় ?
উত্তর :- অন্ধ্রপ্রদেশ
৩) বর্তমানে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত ?
উত্তর :- 5 বছর
৪) ব্লক স্তরের পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানকে কি বলা হয় ?
উত্তর :- পঞ্চায়েত সমিতি
৫) নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে ?
উত্তর :- সংসদের
৬) পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত ?
উত্তর :- 294 টি
৭) সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপালের কাছে রাজ্য পরিচালনার ক্ষমতা থাকে ?
উত্তর :- 153 ধারা
৮) বিধানসভার অধিবেশন কে আহবান করেন ?
উত্তর :- রাজ্যপাল
৯) কোন প্রদেশের রাজ্যপাল বিধানসভায় মহিলা প্রার্থীদের মনোনীত করেন ?
উত্তর :- মনিপুর
১০) কোন ধারা জম্মু ও কাশ্মীর থেকে তুলে নেওয়া হলো ?
উত্তর :- 370 ও 35(A) ধারা
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.