Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট "লেখ (Writ)" জারি করতে পারে ?
উত্তর :- 226 নং আর্টিকেলে
২) কোথায় থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছিল ?
উত্তর :- আয়ারল্যান্ড থেকে
৩) হাইকোর্টের বিচারপতি কত বছরে অবসর গ্রহণ করেন ?
উত্তর :- 62 বছর
৪) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্যে কার অনুমতির প্রয়োজন ?
উত্তর :- রাজ্যপালের
৫) পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নয় ?
উত্তর :- রাজ্যসভার
৬) বিধানসভায় সর্বোচ্চ সদস্য কত হতে পারে ?
উত্তর :- 500 জন
৭) লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর :- গনেশ বাসুদেও মাভলংকার
৮) লোকসভার একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নূন্যতম কত শতাংশ আসন পেতে হয় ?
উত্তর :- 10 %
৯) কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পথ করান ?
উত্তর :- সুপ্রিম কোটের প্রধান বিচারপতি
১০) মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কত হবে তা কে নির্ধারণ করেন ?
উত্তর :- প্ৰধানমন্ত্ৰী
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.