Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতীয় প্রত্নত্ত্ব্যের জনক কাকে বলা হয় ?
উত্তর :- আলেকজান্ডার কানিংহাম
২) 1907 সালে "স্যার কার্জন উইলিকে" কে হত্যা করেন ?
উত্তর :- এম এল ধীংরা
৩) কে "অনুশীলন সমিতি" সংগঠিত করেছিলেন ?
উত্তর :- পি মিত্র
৪) কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডরমলের নাম যুক্ত ?
উত্তর :- জাবতী
৫) "তকাভি" বলতে কি বোঝায় ?
উত্তর :- কৃষক ঋণ
৬) ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয় -
উত্তর :- আইন অমান্য আন্দোলন
৭) কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয়েছিল ?
উত্তর :- লর্ড কর্নওয়ালিস
৮) বৌদ্ধধর্ম মোতে সকল দুঃখের কারণ হলো -
উত্তর :- তৃষ্ণা
৯) "ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ"- ভারত ভাগ সমন্ধে কে এই মন্তব্য করেছিলেন ?
উত্তর :- সইফুদ্দিন কিচলু
১০) মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ?
উত্তর :- ফার্সি
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.